Buddhadeb Bhattacharya Health Update: হার্ট ভালো কাজ করলেও এখনও সংকটমুক্ত নন বুদ্ধদেব

Aajtak Bangla | কলকাতা | 30 Jul 2023, 9:10 PM IST

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থার এখন উন্নতি হয়েছে খানিকটা। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা বেড়েছে। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি।
 

9:10 PM (1 বছর আগে)

নতুন করে অবস্থার অবনতি হয়নি

Posted by :- Subhankar Mitra

বুদ্ধদেব ভট্টাচার্যের সংক্রমণ অনেকটাই কমেছে। কাল ওঁর রিপোর্ট ইতিবাচক হলে ভেন্টিলেটর থেকে বের করার সুযোগ হতে পারে। সবার মত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। জানালেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী। 

6:39 PM (1 বছর আগে)

বুদ্ধদেব ভট্টাচার্য এখনও সঙ্কটজনক

Posted by :- Soumen Karmakar

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এখনও সঙ্কটজনক। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। জানানো হল হাসপাতালের তরফে প্রকাশিত সান্ধ্য বুলেটিনে। 

5:22 PM (1 বছর আগে)

হার্ট ভালো কাজ করলেও এখনও সংকটমুক্ত নন বুদ্ধদেব 

Posted by :- Soumen Karmakar

হার্ট ভালো কাজ করলেও এখনও সংকটমুক্ত নন বুদ্ধদেব। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রয়েছেন। তবে তিনি সাড়া দিচ্ছেন। গতকালের তুলনায় আজ রবিবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। 

4:21 PM (1 বছর আগে)

বুদ্ধদেববাবু সৎ রাজনীতিবিদ : শুভেন্দু

Posted by :- Soumen Karmakar

বুদ্ধদেববাবু সৎ রাজনীতিবিদ। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখোে এসে বললেন রাজ্যের বিরোধী দবনেতা শুভেন্দু অধিকারী। 

3:40 PM (1 বছর আগে)

সামান্য উন্নতি বুদ্ধদেবের, দাবি সূর্যকান্ত মিশ্রর

Posted by :- sanjoy patra

 

হাইডোজের অ্যান্টিবায়োটিক। প্রভাব পড়েছে কিডনিতেও, স্বাভাবিকের থেকে বেশি ক্রিয়েটিনিনের মাত্রা। গতকালের তুলনায় পরিস্থিতির সামান্য উন্নতি, দাবি সূর্যকান্ত মিশ্রর।

3:29 PM (1 বছর আগে)

শনিবারের থেকে অনেকটাই ভালো আছেন বুদ্ধদেব

Posted by :- Soumen Karmakar

ব্লাড প্রেসার ১৪০/৮০, অক্সিজেন স্যাচুরেশন ৯৮% মতো রয়েছে। শনিবার থেকে যে তন্দ্রাভাব ছিল সেটাও অনেকটা কমেছে। 

2:31 PM (1 বছর আগে)

ফুসফুসে সংক্রমণ থাকায় দেওয়া হচ্ছে হাইডোজের অ্যান্টিবায়োটিক

Posted by :- Soumen Karmakar

ফুসফুসে সংক্রমণ থাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেওয়া হচ্ছে হাইডোজের অ্যান্টিবায়োটিক। 

1:48 PM (1 বছর আগে)

'কাল রাতের থেকে ভালো আছেন, সাড়াও দিচ্ছেন বুদ্ধদেব', আশ্বাস সূর্যকান্তের

Posted by :- Soumick Majumdar

বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্যের বিষয়ে আশ্বাস দিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, 'কাল রাতে যখন আমি এখান থেকে গিয়েছি, তার থেকে অবস্থার উন্নতি হয়েছে। সেন্স এসেছে, ডাকলে সাড়া দিচ্ছেন। বাকি মেডিকেল প্যারামিটারে আমার এক্তিয়ার নেই।'

1:00 PM (1 বছর আগে)

বুদ্ধদেবকে হাসপাতালে দেখতে একাধিক নেতা

Posted by :- Soumen Karmakar

বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে সিপিএম নেতা রবীন দেব। এলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। এসেছেন বিমান বসুও। 

12:19 PM (1 বছর আগে)

দুপুরে বুকের সিটি স্ক্যান হবে বুদ্ধদেবের

Posted by :- Soumen Karmakar


রবিবার সকালে বুদ্ধদেবের মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে হাসপাতাল জানাল, এখনও তিনি রয়েছেন ভেন্টিলেশনেই। বর্ষীয়ান সিপিএম নেতার সংক্রমণের অবস্থা জানতে দুপুরে তাঁর বুকের সিটি স্ক্যান করানো হবে বলেও প্রেস বিবৃতিতে জানিয়েছে আলিপুরের বেসরকারি হাসপাতালটি।

12:13 PM (1 বছর আগে)

রাইলস টিউব দিয়ে খাওয়ানোর চেষ্টা

Posted by :- sumana

রবিবার রাইলস টিউব দিয়ে একটু খাবার খাওয়ানো হবে তাঁকে এমনটাই জানা গিয়েছে।

 
 

 

 

11:56 AM (1 বছর আগে)

চিকিৎসায় অল্প সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, খবর সূত্রের

Posted by :- Soumen Karmakar

উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি এখন চিকিৎসায় অল্প সাড়া দিচ্ছেন। খবর হাসপাতাল সূত্রে। 

11:18 AM (1 বছর আগে)

বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তে ক্রিয়েটিনের মাত্রা বেশি

Posted by :- sumana

 প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তে ক্রিয়েটিনের মাত্রা বেশি। যে মাপকাঠি থেকে সংক্রমণের মাত্রা বোঝা যায়, তার থেকে প্রায় ৬০ গুণ বেশি ক্রিয়েটিন তাঁর শরীরে আছে। এই আবহে তাঁর শরীরে সংক্রমণ বাসা বেঁধেছে। রক্তচাপও কমছিল তাঁর। তাই তাঁকে পুরোপুরি ভেন্টিলেশনে দেওয়া হয়।

10:53 AM (1 বছর আগে)

বুদ্ধদেবের বাম দিকের ফুসফুসের সংক্রমণ বেশি

Posted by :- Soumen Karmakar

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাম দিকের ফুসফুসের সংক্রমণ বেশি। ডানদিকের ফুসফুসও সংক্রমিত। তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। 

সকালের মেডিক্যাল বুলেটিন
10:34 AM (1 বছর আগে)

বুদ্ধদেবের ফুসফুসের অবস্থা বুঝতে হবে সিটি স্ক্যান, হাসপাতাল পৌঁছলেন সুচেতন

Posted by :- Soumen Karmakar

বুদ্ধদেবের ফুসফুসের অবস্থা বুঝতে হবে সিটি স্ক্যান। হাসপাতাল পৌঁছলেন সুচেতনা। এখনও সঙ্কট কাটেনি বুদ্ধদেব ভট্টাচার্যের। 

8:47 AM (1 বছর আগে)

রবিবার সকালেও ভেন্টিলেশনে বুদ্ধদেব ভট্টাচার্য

Posted by :- Sukamal

রবিবার সকালেও ভেন্টিলেশনে বুদ্ধদেব ভট্টাচার্য। রেখেই রাইলস টিউব দিয়ে তাঁকে একটু খাবার খাওয়ানো হবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে কর্তৃপক্ষের তরফে নতুন বুলেটিন প্রকাশ করা হলে গোটা বিষয়টি পরিষ্কার হবে।

7:25 AM (1 বছর আগে)

বাইল্য়াটারেল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য

Posted by :- Sukamal

হাসপাতাল সূত্রে খবর, বাইল্য়াটারেল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মিক্সড রেসপিরেটরি ফেলিওর হয়েছে। চিকিৎসায় গঠন করা হয়েছে ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড। 

5:49 AM (1 বছর আগে)

কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য ?

Posted by :- Sukamal

শ্বাসকষ্ট কমাতে দেওয়া হচ্ছে সিপ্যাপ, ৮ চিকিৎসকের মেডিক্যাল টিম গঠন।

5:24 AM (1 বছর আগে)

চিকিৎসকরা জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে বুদ্ধবাবুর ফুসফুসে মারাত্মক সংক্রমণ হয়েছে

Posted by :- Sukamal

চিকিৎসকরা জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে বুদ্ধবাবুর ফুসফুসে মারাত্মক সংক্রমণ হয়েছে। যে সি রিঅ্যাকটিভ প্রোটিনের মাত্রা স্বাভাবিক অবস্থায় ৫ বা তার নীচে থাকা উচিত, তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬০, যার অর্থ, সংক্রমণ গভীর

11:45 PM (1 বছর আগে)

অবস্থা সংকটজনক

Posted by :- sanjoy patra

শেষ পাওয়া খবর অনুযায়ী, দেহে অক্সিজেনের মাত্রা ৯১-৯৩। একদিকে অক্সিজেনের ঘাটতি, অন্যদিকে দেহে অতি মাত্রায় কার্বন ডাই অক্সাইড। চিকিৎসকদের পরিভাষায় ‘মিক্সড রেসপিরেটরি ফেলিওরে’র শিকার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফুসফুসের দু’দিকেই রয়েছে সংক্রমণ। অক্সিজেনের মাত্রা স্থিতিশীল করে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমানো এখন লক্ষ্য। ফুসফুসে সংক্রমণের মাত্রা কমাতে অ্যান্টিবায়োটিকের প্রয়োগ করা হচ্ছে।