Advertisement

Koustav Bagchi CISF Security: কৌস্তভের বাড়ির নিরাপত্তার দায়িত্বে CISF, নির্দেশ হাইকোর্টের

বাহিনীর থাকার ব্যবস্থা করতে হবে কৌস্তভকেই। তাঁর বাড়ির নিরাপত্তায় কতজন জওয়ান মোতায়েন থাকবেন তা সিআইএসএফ ঠিক করবে।

কৌস্তভ বাগচীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে CISF
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Apr 2023,
  • अपडेटेड 1:10 PM IST
  • বাহিনীর থাকার ব্যবস্থা করতে হবে কৌস্তভকেই
  • কতজন জওয়ান মোতায়েন থাকবেন তা সিআইএসএফ ঠিক করবে

কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী (Congress leader Koustav Bagchi) পেতে চলেছেন কেন্দ্রীয় নিরাপত্তা। তাঁর বাড়িতে সিআইএসএফ-র (CISF Security) নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। বাহিনীর থাকার ব্যবস্থা করতে হবে কৌস্তভকেই। তাঁর বাড়ির নিরাপত্তায় কতজন জওয়ান মোতায়েন থাকবেন তা সিআইএসএফ ঠিক করবে।

হাইকোর্ট প্রথম কৌস্তভের বাড়িতে সিআরপিএফ-র নিরাপত্তা দিতে নির্দেশ দেয়। যদিও তাতে আপত্তি জানায় কেন্দ্রীয় সরকার। যদিও হাইকোর্টের নির্দেশ, সিআরপিএফ-র নিরাপত্তা দিতে না পারলে সিআইএসএফ-র নিরাপত্তা দেওয়া হোক। যদিও তাতেও আপত্তি ছিল কেন্দ্রের। তারা আদালতে জানায যে সিআইএসএফ শিল্পাঞ্চলের নিরাপত্তার দায়িত্বে থাকে। তাই তাদের কীভাবে একজন রাজনৈতিক নেতার বাড়ির নিরাপত্তায় মোতায়েন করা যায়।

আরও পড়ুন: Kaustav Bagchi : কৌস্তভের মামলায় বড় নির্দেশ হাইকোর্টের, FIR-এ স্থগিতাদেশ

কেন্দ্রের এই যুক্তি অবশ্য খারিজ করে দিয়েছে আদালত। কৌস্তভের বাড়িতে সিআইএসএফ-র মোতায়েনের সিদ্ধান্তে অটল থাকেন বিচারপতি রাজাশেখর মান্থা। তবে, কৌস্তভের বাড়ির এই নিরাপত্তা আগামী এক মাসের জন্য দেওয়ার কথা বলেছেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি হবে ১১ মে।

বাড়িতে হামলা হতে পারে, এমনই আশঙ্কা করে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে চিঠি দেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী (Koustav Bagchi)। পরে রাজ্যের তরফে কৌস্তভের বাড়িতে পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। তবে, মামলাকারীর আইনজীবী বলেন, 'রাজ্য সরকার কৌস্তভের প্রতি প্রতিহিংসাপরায়ণ, তাই কেন্দ্রীয় নিরাপত্তা প্রয়োজন।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement