Calcutta High Court on DA: বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে ফের আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার। এর আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার অন্য একটি মামলায় বিদ্যুৎ দফতরের কর্মীদের জন্য অনেকটা একই রকম নির্দেশ দিল।
২৩ তারিখের মধ্যে একদফা
তাঁদের বকেয়া ডিএ-এর অন্তত পাঁচ ভাগের এক ভাগ মিটিয়ে দিতে হবে। কত দিনের মধ্যে সেই টাকা দিতে হবে, তা-ও ঠিক করে দিয়েছে আদালত।
এদিন বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ এ নির্দেশ দিয়েছে ২৩ জুনের মধ্যে সেই টাকা মিটিয়ে দিতে হবে। আর তা না করা হলে বিদ্যুৎ দফতরের দুই সংস্থার কর্তাদের বেতন বন্ধ করে দেওয়ার কথা ভাবতে হবে।
কর্মীদের মামলা
পিডিসিএল এবং এসিডিসিএল এর কর্মীরা সংস্থার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন। রাজ্যের বিদ্যুৎ দফতর সরকার রাজ্য সরকারের অধীনে।
আরও পড়ুন: আসছে গুগল আর্কাইভড অ্যাপ, এবার স্টোরেজ নিয়ে চিন্তার দিন শেষ
তবে নিজেদের আয় থেকেই সেখানকার কর্মীদের বেতনের টাকা দেয় ওই সংস্থা। টানা তিন বছর রাজ্য সরকার মহার্ঘ ভাতা বন্ধ করে রেখেছিল বলে অভিযোগ।
আদালত অবমাননার অভিযোগ
এরপর কর্মীরা বকেয়া ডিএ-র দাবিতে আদালতের দ্বারস্থ হয়। তাদের দাবি, এই সংস্থা লাভজনক। কিন্তু তারপরও তাঁরা তাঁদের দিয়ে পাচ্ছেন না। সেটা তাঁদের প্রাপ্য। কেন ডিএ-র টাকা টাকা মেটানো হবে না?
এর আগে আদালত নির্দেশ দিয়েছিল ১০ জুনের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। তবে তা করা হয়নি বলে অভিযোগ কর্মীদের। তাঁদের দাবি, সময় পেরিয়ে যাওয়ার পরও তা মেটানো হয়নি। তাই তাঁরা আদালত অবমাননার মামলা দায়ের করেন।
ওই দুই সংস্থায় প্রায় কুড়ি হাজার কর্মী রয়েছেন। ২৩ জনের মধ্যে তাদের বকেয়া ডিএ-র পাঁচ ভাগের এক ভাগ মিটিয়ে দিতে হবে। তার পরের দিন অর্থাৎ ২৪ জুন আদালতে জানাতে হবে সেই নির্দেশ পালন করা হয়েছে কিনা।
এবং বাকি টাকা কত কিস্তিতে মেটানো হবে। এই নির্দেশ কার্যকর না হলে সংস্থার এমডি এবং দুই সিএমডি-র বেতন বন্ধ করে দেওয়ার বিষয় ভাবনা চিন্তা করবে আদালত।