Calcutta High Court on SSC Group Group D Scam Probe: এসএসসি গ্রুপ ডি (SSC Group Group D) মামলায় ৩ সপ্তাহের জন্য অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার মামলার পরের শুনানি হবে। জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী ভাস্কর বৈশ্য।
আদালতে নথি জমা দেওয়ার নির্দেশ
আদালত সূত্রে খবর, মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education বা WBBSE) এবং স্কুল সার্ভিস কমিশন (School Service Commission বা SSC)-কে সব নথি আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education বা WBBSE) এবং স্কুল সার্ভিস কমিশন (School Service Commission বা SSC) সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল।
এদিন ডিভিশন বেঞ্চে সিবিআই অনুসন্ধানে ৩ সপ্তাহের স্থগিতাদেশ দেওয়া হয়। ২৫ জন কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল।
মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের যে সব নথি সিবিআইকে দেওয়ার কথা ছিল, তা কলকাতা হাইকোর্টকে দিতে হবে। বুধবার বেলা ৩টের মধ্যে তা জমা করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রেজিস্ট্রার জেনারেলের কাছে তা দিতে হবে।