Advertisement

বাঁকুড়ার মাটি থেকেই অমিত শাহকে চ্য়ালেঞ্জ ছুড়বেন মমতা, ২৫-এ জনসভা

অতিমারী আবহে এই প্রথম জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২৫ নভেম্বর বাঁকুড়ার সুনুকপাহাড়ি মাঠে সভার আয়োজন করা হয়েছে। সেখানে বক্তৃতা করবেন তিনি। চলতি মাসের প্রথম দিকে বাঁকুড়া সফর দিয়ে তার বাংলা সফর শুরু করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

CM মমতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Nov 2020,
  • अपडेटेड 11:06 AM IST
  • অতিমারী আবহে এই প্রথম জনসভা করবেন মুখ্যমন্ত্রী
  • ২৫ নভেম্বর বাঁকুড়ার সুনুকপাহাড়ি মাঠে
  • চলতি মাসের প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়ায় সভা করেছিলেন

অতিমারী আবহে এই প্রথম জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২৫ নভেম্বর বাঁকুড়ার সুনুকপাহাড়ি মাঠে সভার আয়োজন করা হয়েছে। সেখানে বক্তৃতা করবেন তিনি। চলতি মাসের প্রথম দিকে বাঁকুড়া সফর দিয়ে তার বাংলা সফর শুরু করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

রাজনৈতিক মহলের ব্যাখ্যা অমিত শাহকে ওই চ্যালেঞ্জ ছুড়তে বাঁকুড়ার মাটিকেই বেছে নিয়েছেন তিনি। কিন্তু এ কথা মানতে চাইছে না তৃণমূল। তাদের ব্যাখ্যা, মুখ্যমন্ত্রী নিয়মিত জেলা সফর করেন। সেখানে প্রশাসনিক বৈঠক করেন এবং জনসভায় বক্তৃতা পেশ করেন। জেলায় কাজ করতে কোথায় কী অসুবিধা, তা জানার জন্যই নিয়মিত তিনি বিভিন্ন জেলায় ঘুরে বেড়ান। তাঁকে সামনে পেয়ে প্রশাসনের আধিকারিকেরা ভরসা পান। তাঁরা আরও ভাল করে কাজ করার উৎসাহ পান। প্রশাসনকে আরও সক্রিয় রাখতে মুখ্যমন্ত্রী দিনরাত তদারকি করেন। এতে নতুন কিছু নেই। পুজোর আগে তিনি উত্তরবঙ্গ গিয়েছেন সেখানে প্রশাসনিক বৈঠক করে কাজকর্মে তদারকি করেছেন 

এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে বলেন জেলা সহ-সভাপতি ধান্ত নেওয়া হয়েছে। তবে জনসভা হলেও স্বাস্থ্য। বিধি মেনে চলতে হবে দলের তরফ থেকে সবাইকে তেমনি নির্দেশ দেওয়া হয়েছে সবাই উপস্থিত থাকবেন তাদেরকে মাফ করা বাধ্যতামূলক। 

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২৪ নভেম্বর মুখ্যমন্ত্রী বাঁকুড়া সফরে যাচ্ছেন। সেখানে প্রশাসনিক বৈঠক করবেন। তার পরের দিন অর্থাৎ ২৫ নভেম্বর একটি অনুষ্ঠান রয়েছে সেখানে। ওইদিন একটি জনসভায় বক্তৃতা করবেন তিনি। করোনা মহামারীর সময়ে মুখ্যমন্ত্রী এই প্রথম কোনও জনসভায় বক্তৃতা করবেন। রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা টুইটারে মুখ্যমন্ত্রীর সভার ব্যাপারে জানিয়েছেন। 

জানা গিয়েছে, বাঁকুড়ার সফরের মাধ্যমে জেলা সফর শুরু করে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের কাছে তুলে দেবেন। করোন সংক্রমণের জন্য বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে সমস্য়া হচ্ছিল। এ ব্য়াপারে অভিযোগ আসছি। মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন।

Advertisement

লকডাউন ঘোষণা হওয়ার পর ভার্চুয়াল উপায় তিনি প্রশাসনিক বৈঠক করেছেন। করোনা পরিস্থিতি সামলাতে কোথায় কী অসুবিধা হয়েছে, তার খোঁজখবর নিয়েছেন।

মুখ্যমন্ত্রী সেপ্টেম্বরে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন। সেখানকার বেশ কয়েকটি জেলায় প্রশাসনিক বৈঠক করেন। বাঁকুড়ার জনসভা থেকে তৃণমূল ভোটের বাদ্যি বাজিয়ে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement