Advertisement

One Nation One Election: 'সংবিধানে কি এক দেশ, এক সরকারের ধারণা রয়েছে?' মমতার সেই চিঠি উল্লেখ করে সরব TMC

Mamata Banerjee: আজ অর্থাত্‍ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনও পেয়ে গেল। এক দেশ এক নির্বাচন কেন্দ্রীয় অনুমোদন পেতেই ফের বিরোধিতায় সরব হল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, এক দেশ এক নির্বাচন-এর বিরোধিতা করে কেন্দ্রীয় আইন মন্ত্রকের সচিবকে চলতি বছরের জানুয়ারি মাসেই চিঠি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  

মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Sep 2024,
  • अपडेटेड 5:51 PM IST
  • বিরোধিতায় সরব হল তৃণমূল কংগ্রেস
  • মমতার চিঠি উল্লেখ করে বিরোধিতা তৃণমূলের
  • এক দেশ এক নির্বাচন নিয়ে যা বলেছিলেন মমতা

২০২৪ লোকসভা ভোটের আগে 'এক দেশ, এক নির্বাচন' (One Nation One Election) নীতিতে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi Cabinet)। তৃতীয়বার ক্ষমতায় ফিরে এক দেশ এক নির্বাচন চালু করা হবে বলে জানিয়েছিলেন মোদী। সেই লক্ষ্যেই আরও একধাপ এগিয়ে গেল কেন্দ্র। আজ অর্থাত্‍ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনও পেয়ে গেল। এক দেশ এক নির্বাচন কেন্দ্রীয় অনুমোদন পেতেই ফের বিরোধিতায় সরব হল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, এক দেশ এক নির্বাচন-এর বিরোধিতা করে কেন্দ্রীয় আইন মন্ত্রকের সচিবকে চলতি বছরের জানুয়ারি মাসেই চিঠি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  

মমতার চিঠি উল্লেখ করে বিরোধিতা তৃণমূলের

তৃণমূল কংগ্রেসের তরফে বিরোধিতা করে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছিলেন আইনমন্ত্রকের সচিব নীতেন চন্দ্রকে। দলের তরফে মমতার চিঠির বয়ান উল্লেখ করে বলা হয়েছে, 'আমি দুঃখিত যে আমি এক দেশ এক নির্বাচন নীতির সঙ্গে একমত হতে পারছি না। আমরা আপনাদের প্রস্তাবের সঙ্গে সহমত নই।' এক দেশ এক নির্বাচন নীতি নিয়ে প্রশ্ন তুলে চিঠিতে মমতা লিখেছিলেন, 'আমি যা বুঝি, ইতিহাস-রাজনৈতিক প্রেক্ষাপট-সংস্কৃতির নিরিখের ধারণা এক দেশ। ভারতের সংবিধানে কি এক দেশ, এক সরকারের ধারণা বলা হয়েছে? আমি ভীত। সংবিধানের প্রণেতারা যদি এক দেশ এক সরকারের ধারণা মেনশন না করে থাকেন, আপনারা কী করে এক দেশ এক নির্বাচন-এর নীতি নিতে চাইছেন?'

এক দেশ এক নির্বাচন নিয়ে যা বলেছিলেন মমতা

বস্তুত, লোকসভা নির্বাচনের আগে কোচবিহারের একটি জনসভায় মমতা বলেছিলেন, 'ওরা (বিজেপি) তো ইস্তাহারে বলেই দিয়েছে, ‘এক দেশ এক ভোট’ করবে। অর্থাৎ, দেশে আর নির্বাচন থাকবে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকবে না। রাজ্যগুলো আর থাকবে না। দেশে ভোট হবে না। স্বৈরাচারী সরকার তৈরি হবে। একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এক দেশ, এক ভোট মানে এক নেতা, এক খাবার, এক ভাষা, এক ভাবনা। সারা দেশ বুঝে গিয়েছে, এ বার আপনারাও বুঝুন। দেশকে যদি স্বাধীন রাখতে হয়, তা হলে ‘বিজেপি হটাও’। না হলে দেশের স্বাধীনতা থাকবে না। দেশের ইতিহাস, ভূগোল সব গুলিয়ে দিচ্ছে ওরা। এক দেশ, এক ভোট মানে এক নেতা, এক খাবার, এক ভাষা, এক ভাবনা। সারা দেশ বুঝে গিয়েছে, এ বার আপনারাও বুঝুন। দেশকে যদি স্বাধীন রাখতে হয়, তা হলে ‘বিজেপি হটাও’। না হলে দেশের স্বাধীনতা থাকবে না। দেশের ইতিহাস, ভূগোল সব গুলিয়ে দিচ্ছে ওরা।'

Advertisement


Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement