বর্ধমানে প্রশাসনিক সভা থেকে ফেরার পথে মঙ্গলবার ফের আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর কনভয়ে একটি গাড়ি ঢুকে যায়। দুর্ঘটনা এড়াতে জোরে ব্রেক কষায় মাথায় আঘাত পান মমতা। এই ঘটনার পরেই বৃহস্পতিবার রাজ্যের সব পুলিশ সুপার ও কমিশনারদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
বুধবার বর্ধমানে প্রশাসনিক সভা সেরে ফেরার সময়ে মাথায় চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে চোট পান মুখ্যমন্ত্রী, সন্ধেতেও তাঁর গা গুলোচ্ছিল। মাথায় যন্ত্রণা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর মাথা থেকে রক্ত বেরিয়েছে, ফুলে গেছে। যে ঘটনা ঘটেছে, তাতে অল্পের জন্য রক্ষে পেয়েছেন তিনি। উনিশ বিশ হলে মরেও যেতে পারতেন। মুখ্যমন্ত্রী এই মারাত্মক অভিজ্ঞতা থেকে স্পষ্ট, তা হল তাঁর নিরাপত্তায় ত্রুটি হয়েছে। সন্দেহ নেই এর দায় বর্তায় রাজ্যের পুলিশি ব্যবস্থার উপরই। এই অবস্থায় বৃহস্পতিবার দুপুরে সব জেলার পুলিশ সুপার ও বিভিন্ন কমিশনারেটের পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক ডেকেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
বুধবার ঘটনার নেপথ্যে নবান্নের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়, নিরাপত্তায় গাফিলতি ছিল। আর সে কারণেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করতে এদিন বিশেষ বৈঠক ডেকেছিলেন ডিজি রাজীব কুমার। সব জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেটের কমিশনারদের নিয়ে বৈঠক ডাকেন তিনি। এই বৈঠকে ছিলেন ডিরেক্টর অফ সিকিউরিটিও।
প্রসঙ্গত, পূর্ব বর্ধমানে পরিষেবা প্রদান অনুষ্ঠান সেরে খারাপ আবহাওয়ার জন্য গাড়িতেই কলকাতা ফিরছিলেন মুখ্যমন্ত্রী। সেইসময়ে নবাবহাটের কাছে দুর্ঘটনা ঘটে। বুধবারের ঘটনা নিয়ে তদন্তের পর আদৌ নিরাপত্তার কোনও গাফিলতি , না সমন্বয়ের অভাব- তা নিয়ে পর্যালোচনা করেছে রাজ্য পুলিশ। প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আগে একাধিক জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী। তাই এবার আগে থেকেই সতর্ক হতে চাইছে রাজ্য পুলিশ। সূত্রের মতে, এ ধরণের অপ্রীতিকর ঘটনা আর যাতে না ঘটে তা এড়াতে এদিন বৈঠক ডাকেন ডিজি। হতে পারে এবার মুখ্যমন্ত্রীর সফরের জন্য পুলিশ প্রটোকল আগের থেকে কঠোর করা হবে।