Advertisement

Bangla Classical Language: বাংলা-কে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার দাবি, মোদীকে চিঠি মমতার

এবার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে মমতা এই দাবির কথা জানান।

cm mamata banerjee writes letter to pm narendra modi
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jan 2024,
  • अपडेटेड 5:01 PM IST
  • বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন তিনি

এবার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে মমতা এই দাবির কথা জানান। তিনি জানিয়েছেন যে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন তিনি। এর আগে মালয়ালম, তামিল, ওড়িয়া ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে বাংলাকে ভাষাকে এই স্বীকৃতি দেওয়া হয়নি। এনিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সরাসরি দাবি জানিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন।

আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, 'গবেষণা থেকে জানা যাচ্ছে দেখাচ্ছে বাংলা ভাষার জন্ম নিয়েছে ২৫০০ বছর আগে। এটা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ার যোগ্য। বাংলা ভাষার জন্ম ও বিবর্তন হয়েছে আড়াই হাজার বছর ধরে। এবার তাই বাংলা ভাষাকেও কেন্দ্রীয় সরকার ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিক। চার খণ্ডের প্রামাণ্য গবেষণাপত্র তৈরি করেছি ৷ বাংলা ভাষার আগেই ধ্রুপদী ভাষার জাতীয় স্বীকৃতি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু সেখানেই বাংলাকে বঞ্চনা করা হয়েছে ৷ বহুদিন ধরেই বাংলাকে বঞ্চানা করে আসছে কেন্দ্রীয় সরকার।’

বাংলা ভাষার ধ্রুপদী স্বীকৃতি না পাওয়ার জন্য আগের বাম সরকারকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বাম সরকার কোনও উদ্যোগ নেয়নি। যার কারণেই এই স্বীকৃতি পাওয়া হয়নি। তিনি বলেন, 'এর আগে যারা ছিল, তারা এটা নিয়ে ভাবেনি, চর্চাও করেনি। শুধু রাজনীতি করেছে। তাঁদের রাজনীতি নিয়ে যতটা মন ছিল, এসব নিয়ে কোনও মন ছিল না। এই স্এবীকৃতি পেলে সেন্টার অব এক্সিলেন্স তৈরি করা হবে। বাংলা পৃথিবীর গুরুত্বপূর্ণ ভাষার মধ্যে একটি। আমরা গবেষণার মাধ্যমে বাংলার প্রাচীনতা ও ধ্রুপদী মর্যাদা প্রতিষ্ঠা করলাম। কেন্দ্র এবার ক্লাসিক্যাল ভাষা হিসেবে বাংলাকে মেনে নিক। আমি আজই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement