শনিবারের বারবেলায় রাজ্য রাজনীতিতে উলটপুরাণ। এখনও পর্যন্ত কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ার হিড়িক দেখেছেন রাজ্যবাসী। যার সর্বশেষ উদাহরণ সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। এবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন ইয়াসির হায়দর। যিনি সম্পর্কে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের জামাই। যদিও সেই পরিচয়ে পরিচিত হতে চান না ইয়াসির। বাংলা ডট আজতক ডট ইন-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন,'আমার একটা নিজের পরিচয় রয়েছে। আমি সমাজকর্মী। আমি সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত। কোভিড, আমফান, ইয়াসে জেলায় জেলায় ত্রাণ নিয়ে গিয়েছি।'
২০২১ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূলের প্রার্থিতালিকা প্রকাশের পরই বিদ্রোহ করেছিলেন ইয়াসির। ফেসবুক পোস্টে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন,'সম্বৎসর কাজ করা কর্মীদের টিকিট দেওয়া হল না, তার বদলে টিকিট পেলেন অভিনেতা-অভিনেত্রীরা।' তার পর তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন ইয়াসির। তার ২ বছর পর কংগ্রেসে যোগদান। মাঝের সময় কী করছিলেন? ইয়াসিরের কথায়,'২০২১ সালে একটি ফেসবুক পোস্ট করেছিলাম। আমার আবেগ বেরিয়ে এসেছিল। তৃণমূলে যখন ছিলাম ব্লকস্তরে যাঁরা সারাবছর কাজ করেন, তাঁদের টিকিট না দিয়ে, নেতা-অভিনেতা-অভিনেত্রীদের টিকিট দিচ্ছেন। তাঁরা রাজনীতিতে ছিলেন না। গ্ল্যামার ও পরিচিত মুখ তাই টিকিট দেওয়া হয়েছিল। আমার টিকিটের জন্য ক্ষোভ ছিল না। আমার মনে হয়েছিল, সাধারণ মানুষকে টিকিট না দিয়ে অভিনেতা-অভিনেত্রীকে টিকিট দেওয়া হয়েছে।'
ইয়াসির কংগ্রেসে যোগ দেওয়ার পর নাম না করে পরজীবী বলে কটাক্ষ করেছিলেন ফিরহাদ হাকিম। ইয়াসিরের জবাব,'এটা ওঁর ব্যক্তিগত মত। আমি মনে করি, পরজীবী হলাম আল্লাহর কাছে। আমার ফ্যামিলির কাছে। পরজীবী হলাম, আমার ছোট মেয়ে আয়াতের কাছে।' সেই সঙ্গে তাঁর কটাক্ষ,'তৃণমূল পরজীবী ইন্ডিয়া জোটের কাছে, যেখানে কংগ্রেস নেতৃত্ব দিচ্ছে। এখানে তো দেখছি, মাননীয়া মুখ্যমন্ত্রী রাহুলজি, সনিয়াজির সঙ্গে আছেন।'
সংবাদ মাধ্যমে ফিরহাদ-কন্যা প্রিয়দর্শিনী বলেছেন, তাঁর সঙ্গে ইয়াসিরের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। প্রিয়দর্শিনীর সঙ্গে আপনার কি এখনও বৈবাহিক সম্পর্ক রয়েছে? ভাঙতে চাইলেন না ইয়াসির। তাঁর কথায়,'কোন পরিবারে ঝামেলা হয় না! এটা আমার ব্যক্তিগত বিষয়। সংবাদমাধ্যমে বলতে চাই না। পরস্পরের প্রতি আমাদের সম্মান রয়েছে।'
রাজনীতি কি শুধু ক্ষমতা দখলের লড়াই? ইয়াসির বলেন,'অনেকে প্রত্যাশা করেন, তা পূর্ণ না হলে খারাপ লাগে। অনেকে বলছিল, আপনি টিকিট পাবেন। রাজনীতিতে একটা জিনিস শিখেছি, অনেকে অনেক কথা বলবে। আমি মানুষের থেকে শুনতাম দল টিকিট পাব। দল বলেনি। মানুষ বলত।'