Advertisement

খাস কলকাতায় বোমাবাজি, বীরভূম ও মুর্শিদাবাদে মুড়ি-মুড়কির মতো বোমা

অষ্টম তথা শেষ দফার ভোটে সকাল থেকেই উত্তেজনা। বোমাবাজিতে উত্তপ্ত চারটি জেলার একাধিক এলাকা।

বোমাবাজি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2021,
  • अपडेटेड 12:13 PM IST
  • অষ্টম দফায় সকাল থেকে উত্তেজনা কলকাতা ও জেলাগুলিতে
  • কলকাতার মহাজাতি সদনে বোমাবাজি
  • বীরভূম ও মুর্শিদাবাদেও বোমাবাজি হয়

অষ্টম তথা শেষ দফার ভোটে সকাল থেকেই উত্তেজনা। বোমাবাজিতে উত্তপ্ত চারটি জেলার একাধিক এলাকা। সকালেই খাস কলকাতায় বোমবাজি হয়। মহাজাতি সদনের কাছে বোমাবাজির অভিযোগ ওঠে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। 

বীরভূমের একাধিক জায়গায় উদ্ধার বোমা

অন্যদিকে বীরভূম ও মুর্শিদাবাদের একাধিক জায়গায় বোমা উদ্ধার হয়। রাজ্যের অন্যতম স্পর্শকাতর কেন্দ্র ডোমকলে ৫ নম্বর অঞ্চলের বেনেখালির একাধিক জায়গা থেকে তাজা সকেট বোমা উদ্ধার হয়। 

সকাল থেকেই বীরভূমের একাধিক জায়গা থেকে মুড়ি মুড়কির মতো বোমা উদ্ধার হয়। ভোট শুরু হওয়ার সময় লাভপুরে বোমা উদ্ধার করে পুলিশ। এছাড়াও নানুর বিধানসভা কেন্দ্রের বেলুটি গ্রামে দফায় দফায় বোমাবাজি হয়। বিজেপির অভিযোগ, নানুরে বোমাবাজি করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারা এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খয়রাশোলেও বস্তা ভর্তি বোমা  উদ্ধার হয়। 

মুর্শিদাবাদের ডোমকলেও উদ্ধার হয় বোমা

প্রসঙ্গত, গতকালও বীরভূমের একাধিক জায়গায় বোমা উদ্ধার হয়ষ বিশেষ করে নানুরে সবথেকে বেশি পরিমাণে বোমা উদ্ধারের খবর পাওয়া যায়। তারপর আজ সকালে ফের বোমাবাজির ঘটনা। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement