Advertisement

চেতলায় কারখানায় বিধ্বংসী আগুন, দমকলের ১০টি ইঞ্জিন

আজ সকাল সাড়ে আটটা নাগাদ আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের মোট ১০টি ইঞ্জিন। দ্রুত শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকলের সঙ্গে হাতে হাত মিলে আগুন নেভানোর কাজে নেবে পড়েন স্থানীয় বাসিন্দারাও। বালতি নিয়ে জল ঢালতে দেখা যায় স্থানীয় যুবকদের। 

চেতলায় অগ্নিকাণ্ড
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 22 Mar 2022,
  • अपडेटेड 10:27 AM IST
  • বন্ধ কারখানায় আগুন
  • মোকাবিলায় দমকল বাহিনী
  • আতঙ্ক কলকাতার চেতলায়

বন্ধ কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থল দক্ষিণ কলকাতার মহাবীরতলার কাছে ৮৫ চেতলা রোড। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে বলে জানা গিয়েছে। তবে বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে। ফলে এখন দোর দেওয়া হচ্ছে পকেট ফায়ারগুলিতে। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। 

জানা গিয়েছে, আজ সকাল সাড়ে আটটা নাগাদ আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের মোট ১০টি ইঞ্জিন। দ্রুত শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকলের সঙ্গে হাতে হাত মিলে আগুন নেভানোর কাজে নেবে পড়েন স্থানীয় বাসিন্দারাও। বালতি নিয়ে জল ঢালতে দেখা যায় স্থানীয় যুবকদের। 

পুলিশ সূত্রে খবর, আলমারি সহ একাধিক আসবাবপত্র তৈরি হত ওই কারখানায়। বন্ধ কারখানার ভিতরে রঙ-সহ প্রচুর পরিমান দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত আগুন ভয়াবহ রূপ ধারণ করে। কালে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান এলাকার তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। ঘটনাস্থলে রয়েছেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। 

প্রসঙ্গত, দিন কয়েক আগে ট্যাংরার মেহের আলি রোডে একটি কারখানায় আগুন লাগে। দীর্ঘ বেশ কয়েকঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। আগুন নেভাতে গিয়ে অসুস্থও হয়ে পড়েন কয়েকজন দমকলকর্মী। সেই কারখানাটির ভিতরেও প্রচুর পরিমান দাহ্য পদার্থ ছিল বলে জানা গিয়েছে। প্রায়শই একের পর এক এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় স্বভাবতই আতঙ্ক বাড়ছে শহরবাসীর মধ্যে। 

আরও পড়ুনগোটা ট্রেন বুক করে চলল দেদার পার্টি, Video Viral

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement