Advertisement

STF Kolkata: পাকিস্তানের কাছে গোপন তথ্য পাচার, কলকাতা STF-এর হাতে গ্রেফতার ব্যক্তি

কলকাতা STF-এর হাতে গ্রেফতার পাক চর! দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম ভক্ত বংশী ঝা (৩৬)। বিহারের দাড়ভাঙার বাসিন্দা এই ব্যক্তি। শুক্রবার কলকাতা থেকে গ্রেফতার করা হয় ব্যক্তিকে। দেশের অনেক গোপন ছবি ও ভিডিও উদ্ধার হয় ব্যক্তির ফোন থেকে। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Aug 2023,
  • अपडेटेड 5:01 PM IST
  • কলকাতা STF-এর হাতে গ্রেফতার পাক চর!
  • দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়
  • ধৃতের নাম ভক্ত বংশী ঝা

STF Kolkata: কলকাতা STF-এর হাতে গ্রেফতার পাক চর! দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম ভক্ত বংশী ঝা (৩৬)। বিহারের দাড়ভাঙার বাসিন্দা এই ব্যক্তি। শুক্রবার কলকাতা থেকে গ্রেফতার করা হয় ব্যক্তিকে। দেশের অনেক গোপন ছবি ও ভিডিও উদ্ধার হয় ব্যক্তির ফোন থেকে। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।

দিল্লিতে আন্তর্জাতিক কুরিয়ার সংস্থার কুরিয়ার ডেলিভারি করতেন বলে সূত্রের খবর। এই সময় ফেসবুকে একজন পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভ (পিআইও) এর সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। যিনি নিজেকে 'আরুশি শর্মা' বলে দাবি করেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচুর চ্যাট হয়। 

ভারতীয় মোবাইল নম্বরের উপর ভিত্তি করে একটি WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার হয়। দু'জনের অডিও/ভিডিও কলে যৌন বার্তা আদান-প্রদান পর্যন্ত হয়েছে। 

পুলিশের দাবি, এই ব্যক্তি পাকিস্তানের কাছে গোপন তথ্য পাচার করত। তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়। শনিবার তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। প্রাথমিক ভাবে জানা গেছে, হানি ট্র্যাপের মাধ্যমে দেশের উচ্চ পদস্থ কর্তা কিংবা সেনা জওয়ানদের ফাঁসানো হত।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement