Advertisement

TMC থেকে কারা আছেন লাইনে, এবার বিস্ফোরক দিলীপ ঘোষ

এবার বঙ্গ রাজনীতিতে বিস্ফোরক দিলীপ (Dilip Ghosh)। জোকায় চায়ে পে চর্চায় প্রকাশ্য়ে আনলেন তৃণমূলের ভিতরের খবর। কী বললেন (BJP) বিজেপির রাজ্য় সভাপতি ?

দিলীপ ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Dec 2020,
  • अपडेटेड 12:27 PM IST
  • এবার বঙ্গ রাজনীতিতে বিস্ফোরক দিলীপ (Dilip Ghosh)।
  • জোকায় চায়ে পে চর্চায় প্রকাশ্য়ে আনলেন তৃণমূলের ভিতরের খবর।
  • কী বললেন (BJP) বিজেপির রাজ্য় সভাপতি ?

এবার বঙ্গ রাজনীতিতে বিস্ফোরক দিলীপ (Dilip Ghosh)। জোকায় চায়ে পে চর্চায় প্রকাশ্য়ে আনলেন তৃণমূলের ভিতরের খবর। কী বললেন (BJP) বিজেপির রাজ্য় সভাপতি ?

একে একে দল ছাড়ছেন তৃণমূলের নেতারা। মিহির গোস্বামীর বিজেপিতে যোগ দেওয়ার পর,দল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। বিক্ষুব্ধ ব্রিগেডে নাম লিখিয়েছেন শীলভদ্র দত্ত থেকে জটু লাহিড়ি। বার বার বৈঠকে করেও বাগে আনা যায়নি শুভেন্দুকে। রাজনৈতিক মহলের মতে, শুভেন্দুরদল ছাড়া এখন শুধু সময়ের অপেক্ষা। এবার আরও বড় খবর দিলেন বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। জোকায় চায়ে পে চ্রায় দিলীপ ঘোষ বলেন,'অর্ধেকের বেশি তৃণমূল কাউন্সিলর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে।কবে তাদের হাতে পতাকা তুলে দেব। '

এই বলেই অবশ্য় থেমে থাকেননি রাজ্য় বিজেপির কান্ডারি। দিলীপ ঘোষ বলেন,তৃণমূলের আমলে পুলিশের উর্দির সম্মান নষ্ট হয়েছে। আমরা পুলিশের সম্মান ফিরিয়ে দেব। ২০১৬ সালে পুলিশকে বলেছিলেন, ফ্ল্য়াট দেবেন। দিয়েছেন কি ? জোকায় ডায়মন্জ পার্কে এদিন চা চক্রে আসেন দিলীপ ঘোষ। তৃণমূলের দিকে একে একে ধেয়ে আসে তাঁর বাক্যবান। মেদিনীপুরের সাংসদ বলেন, আমাদের যদি মারতে যায় চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব। আগে বিজেপি উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে চেয়েছিল। তখন TMC বাধা দেয়। এখন নিজেরাই বাংলাদেশ থেকে লোক এনে এখানকার মানুষদের উদ্বাস্তু করে দিচ্ছে। 

সম্প্রতি সৌগত রায়কে নিয়ে খোঁচা দিতে ছাড়েননি বিজেপির রাজ্য় সভাপতি। তিনি বলেন, একজন শিক্ষক যে খুব বড় কথা বলছিলেন, এখন তিনি বড় ধাক্কা খেয়েছেন। এমন ধরনের আরও বড় ধাক্কা আসতে চলেছে। দুজন বুড়ো খোকাকে তৃণমূল খেলতে নামিয়েছিল যারা সবসময় একস্ট্রা প্লেয়ার হিসাবে খেলেন। তারা সাইড লাইনের বাইরে ছিলেন, তাদের ঢুকিয়ে দিয় তৃণমূলের সেমসাইড গোল হয়ে গেছে। আমার মনে হয় ওরা আর এই ভুল করবে না।
 

Advertisement


Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement