Advertisement

Dilip Ghosh : 'মিঠুন একমাত্র সুপারস্টার, বাংলা সিনেমার ত্রাতা দেব', মন্তব্য দিলীপের

প্রজাপতি ছবি নিয়ে বিতর্কের মধ্যেই এবার অভিনেতা-সাংসদ দেবের পাশে দাঁড়ালেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ। দেবকে বাংলা সিনেমার ত্রাতা বলে উল্লেখ করলেন তিনি।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • খড়গপুর ,
  • 11 Jan 2023,
  • अपडेटेड 2:47 PM IST
  • অভিনেতা-সাংসদ দেবের পাশে দাঁড়ালেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ
  • দেবকে বাংলা সিনেমার ত্রাতা বলে উল্লেখ করলেন তিনি

প্রজাপতি ছবি নিয়ে বিতর্কের মধ্যেই এবার অভিনেতা-সাংসদ দেবের পাশে দাঁড়ালেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ। দেবকে বাংলা সিনেমার ত্রাতা বলে উল্লেখ করলেন তিনি। প্রশংসা করলেন মিঠুনেরও। তবে দিলীপ ঘোষের মুখে দেবের প্রশংসা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। 

বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়গপুরে দিলীপ ঘোষ বলেন, 'গতবার দেব তো ভোটে দাঁড়াতেই চাননি। তাঁকে জোর করে দাঁড় করানো হয়েছে। নাহলে ওরা জিততে পারত না। তাঁকে আগেও আটকে দিয়েছে। ফিল্ম রিলিজ করতে দেওয়া হয়নি। আর যেহেতু মিঠুনদার সঙ্গে সিনেমা করছে, তাই  বয়কট করা হয়েছে।' 

আরও পড়ুন

এরপরই দেবের প্রশংসা করেন তিনি। তৃণমূল সাংসদকে বাংলা ছবির ত্রাতা বলেও উল্লেখ করেন। দিলীপ ঘোষ বলেন, 'তৃণমূল কংগ্রেস এভাবে বাংলার সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে। খেলাধুলো সব নষ্ট হচ্ছে। দেব এখন বাংলা সিনেমার ত্রাতা। তিনি লড়াই করে বাংলা সিনেমাকে বাঁচানোর চেষ্টা করছেন। আর মিঠুনদা বাংলার একমাত্র সুপারস্টার। তাঁরা যদি বাংলা সিনেমাকে বাঁচানোর চেষ্টা করেন তাহলে ছবির ভালো হবে। রাজ্যের মানুষ এখন সিনেমা হলে যায় না। হাজার হাজার অভিনেতা, কলা-কুশলী এখন বেকার। কয়েকদিন মাফিয়ার জন্য। এটা বন্ধ হওয়া দরকার।'  

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ এর আগে বলেছিলেন, মিঠুন চক্রবর্তীর জন্য সিনেমাটি ফ্লপ করেছে। তা নিয়ে মুখ খুলেছেন খোদ মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, ‘‌আমার টিআরপি কোনওদিনই কমানো যাবে না। আমার টিআরপি নামাতে চেয়েছিলি। আর মরা পর্যন্ত পারবি না।’ কুণাল ঘোষকে আক্রমণ করে বলেন, ‘‌আমি এলি তেলিদের জবাব দিই না। ওসব গঙ্গারামদের কথায় জবাব দিই না।’

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement