Advertisement

TMC-র মেয়র পদপ্রার্থী বাবুল? দিলীপ বলছেন, 'কিছুই দেবে না, ঝুনঝুনি দিচ্ছে'

কলকাতার মেয়র পদপ্রার্থী হিসেবে এবার বাবুল সুপ্রিয়কে দেখা যেতে পারে বলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারে কলকাতার মেয়র পদের দৌড়ে এগিয়ে রয়েছে বাবুল সুপ্রিয়। এক্ষেত্রে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সবুজ সংকেত পেলেই বাবুলের নাম ঘোষণা করা হবে বলে সূত্রের দাবি। 

বাবুল সুপ্রিয় ও দিলীপ ঘোষ (বামদিক থেকে)
অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 16 Nov 2021,
  • अपडेटेड 10:31 AM IST
  • "বাবুল সুপ্রিয়কে কিছুই দেবে না তৃণমূল"
  • কটাক্ষ দিলীপ ঘোষের
  • পুরনির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি নেতা

"তৃণমূল কিছুই করবে না, বাবুল সুপ্রিয়কে কিছুই দেবে না, ঝুনঝুনি দিচ্ছে।" বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) নাম কলকাতার মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে, এই জল্পনার মাঝেই এবার এহেন মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বিজেপি নেতার আরও খোঁচা, "বাবুল সুপ্রিয় কলকাতায় কবে কাজ করেছেন? উনি এখানকার ভোটারও নন।" 

কলকাতার মেয়র পদপ্রার্থী হিসেবে এবার বাবুল সুপ্রিয়কে দেখা যেতে পারে বলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারে কলকাতার মেয়র পদের দৌড়ে এগিয়ে রয়েছে বাবুল সুপ্রিয়। এক্ষেত্রে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সবুজ সংকেত পেলেই বাবুলের নাম ঘোষণা করা হবে বলে সূত্রের দাবি। 

অন্যদিকে এদিন পুরভোটের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলেও আত্মবিশ্বাস ঝড়ে পড়ে দিলীপ ঘোষের গলায় (Dilip Ghosh)। দিলীপ বলেন, "জেতার জন্যই লড়াই করব। কমিটি, মিটিং, কার্যকর্তাদের সঙ্গে আলোচনা সহ যা যা প্রস্তুতি সবই শুরু হয়ে গিয়েছে।" 

প্রসঙ্গত, আগামী ১৯ ডিসেম্বর হাওড়া (Howrah) ও কলকাতা পুরনিগমে (KMC) নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে প্রস্তাব দেয় সরকার। রাজ্য সরকারের সেই প্রস্তাবে সায়ও দিয়েছ নির্বাচন কমিশন। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার কথা ২২ ডিসেম্বর। অন্যদিকে রাজ্যের বাকি ১১২ টি পুরনিগম ও পৌরসভার নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তিন দফায় হতে পারে বলে সূত্রের খবর। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement