Advertisement

'রাম মন্দির গ্রহণ করছেন মুসলিমরাও', মন্দির তৈরিতে ৫১ হাজার টাকা অনুদানের পর দাবি দিলীপের

অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir) নির্মাণকল্পে ৫১ হাজার টাকা অনুদান দিলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করেন বিশ্ব হিন্দু পরিষদের (Vishwa Hindu Parishad) পূর্বাঞ্চলীয় সম্পাদক অমিও সরকার। তাঁর হাতেই ৫১ হাজার টাকার চেক তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি।

দিলীপ ঘোষ
অরিন্দম ভট্টাচার্য
  • নিউটাউন,
  • 27 Jan 2021,
  • अपडेटेड 10:41 AM IST
  • রাম মন্দির নির্মাণে আর্থিক অনুদান দিলীপ ঘোষের
  • ৫১ হাজার টাকার চেক দিলেন দিলীপ
  • চেক নিলেন বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চলীয় সম্পাদক

অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir) নির্মাণকল্পে ৫১ হাজার টাকা অনুদান দিলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করেন বিশ্ব হিন্দু পরিষদের (Vishwa Hindu Parishad) পূর্বাঞ্চলীয় সম্পাদক অমিও সরকার। তাঁর হাতেই ৫১ হাজার টাকার চেক তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি। এই প্রসঙ্গে দিলীপবাবু বলেন, 'আমি রাম মন্দির আন্দোলনের অংশ হওয়ার সুযোগ পেয়েছি। মন্দির নির্মাণ দেখতে পাবো। আমার সামর্থ্য অনুযায়ী মন্দির নির্মাণের জন্য ৫১ হাজার টাকা দিলাম।' 

বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, 'সাড়ে চারশো বছরের লড়াইেয়র পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু হতে চলেছে। এটা ভারতের কাছে গর্বের বিষয়। গত ৩৫ বছর ধরে চলছে অযোধ্যা ইস্যু। বর্তমানে ডোর টু ডোর অনুদান সংগ্রহ হচ্ছে।' দিলীপ বলেন, 'এটা নির্বাচনে প্রভাব ফেলবে কি না জানি না। তবে রাম মন্দির আন্দোলন অর্থনৈতিক, সামাজিক সহ সমগ্র ভারতীয় সংস্কৃতিতে প্রভাব ফেলেছে।' তিনি আরও বলেন, 'মুসলমানেরাও রাম মন্দিরকে গ্রহণ করেছেন। তাঁরা আর্থিক অনুদানও দিচ্ছেন।' 

এই প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চলীয় সম্পাদক অমিয় সরকার বলেন, 'দীর্ঘ সংগ্রামের পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু হয়েছে। আন্দোলনে ৩ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। সবাই চান সমাজের সমস্ত শ্রেণির মানুষের সহযোগিতায় গড়ে উঠুক মন্দির। এটি ভারতের মন্দির হিসেবে গড়ে উঠতে চলেছে। আমার ১০, ৫০, ১০০ ও ১০০০ টাকার কুপন নিয়ে সমানের সমস্ত শ্রেণির মানুষের কাছে যাচ্ছি। মন্দির তৈরি হবে মানুষের অর্থে। মন্দিরে গিয়ে প্রত্যেকে নিজের অবদান অনুভব করতে পারবেন।' 

প্রসঙ্গত ইতিমধ্যেই রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ শুরু করেছে বিশ্ব হিন্দু পরিষদ। অনুদান সংগ্রহের জন্য গোটা দেশের ৫ লক্ষ গ্রামে যাবেন বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধিরা। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই অনুদান সংগ্রহর কাজ চলবে বলে জানা গেছে। কিছুদিন আগে রামমন্দির নির্মাণের জন্য আর্থিক অনুদান দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement