Advertisement

"ভুল মানুষকে পুরস্কার?" নোবেলজয়ী অমর্ত্য সেনকে কটাক্ষ দিলীপের

"যদি তিনি একটি নির্দিষ্ট দল বা বিচারধারার হয়ে কথা বলেন তাহলে আমরা ভাববো তবে কি ভুল মানুষকে দেওয়া হল পুরস্কার", শনিবার (Saturday) নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনেক (Nobel Laureate Amartya Sen) এভাবেই বিঁধলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলিপ আরও বলেন, "আমাদের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই। তিনি যাঁদের হয়ে ব্যাটিং করেছেন তাঁদের হয়েই কথা বলুন। ভারতীয় জনতা পার্টি বাংলাকে বাঁচাবার চেষ্টা করছে। উনি কী বলবেন সেটা উনিই ঠিক করুন, আমরা ওনার থেকে কিছু আশা করি না।"

অমর্ত্য সেন
অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 26 Dec 2020,
  • अपडेटेड 11:47 AM IST
  • অমর্ত্য সেনকে কটাক্ষ দিলীপ ঘোষের
  • "আমরা ওনার থেকে কিছু আশা করি না"
  • মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির

"যদি তিনি একটি নির্দিষ্ট দল বা বিচারধারার হয়ে কথা বলেন তাহলে আমরা ভাববো তবে কি ভুল মানুষকে দেওয়া হল পুরস্কার", শনিবার (Saturday) নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনেক (Nobel Laureate Amartya Sen) এভাবেই বিঁধলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলিপ আরও বলেন, "আমাদের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই। তিনি যাঁদের হয়ে ব্যাটিং করেছেন তাঁদের হয়েই কথা বলুন। ভারতীয় জনতা পার্টি বাংলাকে বাঁচাবার চেষ্টা করছে। উনি কী বলবেন সেটা উনিই ঠিক করুন, আমরা ওনার থেকে কিছু আশা করি না। আমরা ওনাকে সম্মান করি, সম্মানীয় মানুষ মনে করি। উনি একটি নির্দিষ্ট গোষ্ঠীর মুখপত্র হয়ে যেন না থাকেন। সারা ভারত তাঁর জন্য গর্ব করে, সেই স্তরেই ওনার  কথা বলা উচিত। আমরা তো ভাবতাম বাংলার মানুষর ওনার কাছ থেকে বুদ্ধি নেবে, ওনার কথায় চলবে। উনি যদি এইরকম একজন অসফল মুখ্যমন্ত্রীর কথায় প্রভাবিত হন তাহলে খুব স্বাভাবিক ভাবেই মানুষ ভাববে ওনার সম্মন্ধে।" 

প্রসঙ্গত অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি নিয়ে দিন কয়েক ধরে শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি একটি গোষ্ঠী দাবি করেছে অমর্ত্য সেনের বাড়ি সংলগ্ন জমি আসলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। এই দাবি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই শুরু হয় জল ঘোলা। ইতিমধ্যেই অমর্ত্য সেনকে চিঠি দিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এই ঘটনায় আইনজীবীর সঙ্গে আলোচনা করে নোবেলজয়ীও প্রয়োজনীয় পদক্ষেপের কথা ভাবনাচিন্তা করছেন বলে জানা যাচ্ছে। 

এদিকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকেও একহাত নেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "সূচি অনুযায়ী এপ্রিলে হবে নির্বাচন, মে তে গঠিত হবে নতুন সরকার। নির্বাচন আজকে হলেও আমরা তৈরি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল প্রস্তুত নয়, তাই তারা পুরসভা ও পুরনিগম ভোট আটকে রেখেছে।" দিলীপের চ্যালেঞ্জ, "সমস্ত পুরসভার নির্বাচন হোক, দেখা যাক কার কত ক্ষমতা।" তিনি আরও বলেন, "বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শেষ, আমাদের কেন্দ্রীয় নেতারা আসছেন, সংগঠন তৈরি, আন্দোলন জারি আছে।" অন্যদিকে তৃণমূল নিজেদের ঘর বাঁচাতে ব্যস্ত বলেই এদিন কটাক্ষ করেন দিলীপ। 

Advertisement

 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement