Advertisement

উপনির্বাচন নিয়ে আইনি পথে BJP? দিলীপ ঘোষ যা বললেন...

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ। বিজেপির ২৫ জন বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যে দাবি করেছেন তার প্রেক্ষিতে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, 'আগে তো ওনাদের বিধায়ক সাংসদরা ইডি-সিবিআই থেকে বাঁচুন। তারপর আমাদের বিধায়কদের সম্পর্কে ভাববেন।' 

দিলীপ ঘোষ
অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 07 Sep 2021,
  • अपडेटेड 9:42 AM IST
  • উপনির্বাচন নিয়ে আইনি আলোচনা বিজেপির অন্দরে
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনায় দিলীপ
  • কয়লা পাচার নিয়ে তৃণমূলকে নিশানা

উপনির্বাচন নিয়ে আইনি পথে যেতে পারে বিজেপি, ইঙ্গিত দলের রাজ্যে সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। মঙ্গলবার তিনি বলেন, এই নিয়ে আইনজীবীরা পর্যালোচনা করছেন, আজ বৈঠকও রয়েছে। যদি তেমন কোনও বিষয় পাওয়া যায় তাহলে নিশ্চয় আইনি পথে যাওয়া হবে। 

একইসঙ্গে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ। বিজেপির ২৫ জন বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যে দাবি করেছেন তার প্রেক্ষিতে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, 'আগে তো ওনাদের বিধায়ক সাংসদরা ইডি-সিবিআই থেকে বাঁচুন। তারপর আমাদের বিধায়কদের সম্পর্কে ভাববেন।' 

কয়লা-বালি পাচার নিয়েও রাজ্য সরকারকে নিশানা করেন দিলীপ ঘোষ। তৃণমূল সরকারকে (TMC) বিঁধে বিজেপির রাজ্য সভাপতি বলেন, 'ওনাদের রাজত্বকালে কয়লা লুঠ হয়েছে, পাথর-বালি-গরু পাচার হয়েছে। একটা দল যারা অফিসিয়ালি এই সমস্ত কাজ করেছে। সবাই সব জানে, কিন্তু পুলিশ অভিযোগ নেয় না।

প্রসঙ্গত কয়লাপাচারকাণ্ডে গতকালই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। যদিও ইডির দফতর থেকে বেরিয়েই বিজেপির উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। অভিষেক বলেন, রাজনৈতিকভাবে পেরে উঠছে না বলেই চক্রান্ত করে ইডি সিবিআই দিয়ে তৃণমূলকে আটকানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। কিন্তু ২০২৪ সালের নির্বাচনে তৃণমূলের কাছে বিজেপি পর্যদুস্ত হবে বলেই দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।  


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement