Advertisement

Diwali Pollution: দীপাবলি-পরবর্তী 'বিষ' বাতাস, দিল্লির হাল কলকাতা ও শহরতলিতেও

বেআইনি পথে বাজি যেন বাজার পর্যন্ত পৌঁছতে না পারে, তার জন্য ছিল কড়া নজরদারি। বাজি বিক্রি রুখতে জারি ছিল ধরপাকড়। তা সত্ত্বেও কালীপুজোর রাতে শব্দবাজির দাপট কমল না কলকাতায়। দীপাবলির রাত বাড়তেই পাল্লা দিয়ে বাড়ল বাজির দাপটও। 

ফাইল ছবি।
Aajtak Bangla
  • ,
  • 13 Nov 2023,
  • अपडेटेड 11:01 AM IST
  • বহু প্রচার, কড়াকড়ির পরেও কালীপুজোর রাতে সেই একই ছবি শহর কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায়।
  • বাতাসে বারুদের গন্ধ। রাত যত বাড়ছে ততই বাড়ছে শব্দবাজির তাণ্ডব।

স্থানঃ বালিগঞ্জ সার্কুলার রোড, হাজরা রোড

অভিযোগ: ক্রমাগত আতশবাজি ফাটানো, প্রধানত উঁচু জায়গায়

সময়: শনিবার মধ্যরাতের পর

শব্দ: ৫৩.২ ডেসিবেল (অনুমতি সীমা ছাড়িয়ে)

বায়ুর গুণমান সূচক: ৩৪২ (খুব খারাপ)

বহু প্রচার, কড়াকড়ির পরেও কালীপুজোর রাতে সেই একই ছবি শহর কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায়। বাতাসে বারুদের গন্ধ। রাত যত বাড়ছে ততই বাড়ছে শব্দবাজির তাণ্ডব। উত্তর থেকে দক্ষিণ, শহরের কোনও প্রান্তই শব্দবাজির লড়াইয়ে পিছিয়ে পড়েনি। 

বেআইনি পথে বাজি যেন বাজার পর্যন্ত পৌঁছতে না পারে, তার জন্য ছিল কড়া নজরদারি। বাজি বিক্রি রুখতে জারি ছিল ধরপাকড়। তা সত্ত্বেও কালীপুজোর রাতে শব্দবাজির দাপট কমল না কলকাতায়। দীপাবলির রাত বাড়তেই পাল্লা দিয়ে বাড়ল বাজির দাপটও। 

শনিবার ১০টার পর, দীপাবলির আগের দিন, কলকাতার কিছু অংশে অবিরাম আতসবাজি ফাটানো হয়েছে। রবিবার ভোর পর্যন্ত বাজির উপদ্রব অব্যাহত ছিল, বায়ু এবং শব্দ দূষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ শনিবার জুড়ে একটি অভিযোগও পায়নি।

সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে চলেছে বাজি ফাটানো। নির্দেশ ছিল দীপাবলির রাতে, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত মাত্র দু'ঘন্টার জন্য ফাটানো যেতে পারে। কিন্তু তাতে উৎসবে মাতোয়ারা লোকজনের কোনও হেলদোর ছিল না। 

কলকাতার বিভিন্ন এলাকার বাসিন্দারা বলেছেন যে, পুলিশের কাছে অভিযোগ করেও কোনও লাভ হয়নি। এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (পিসিবি) হেল্প লাইনে ফোন করেও কোনও লাভ হয়নি।

অধিকাংশ আতশবাজি ফাটানো হয়েছে রাত ১০টার পর উঁচু বাড়ির ছাদ থেকে। অনেকেই প্রথমে থানায় যোগাযোগ করেন। বালিগঞ্জ সায়েন্স কলেজ ক্যাম্পাসের শব্দ পরিমাপ কেন্দ্র রবিবার সকাল ১২.৪৮টায় ৫৩.২ ডেসিবেল শব্দ রেকর্ড করেছে, আবাসিক এলাকায় রাতের সময় ৪৫ ডেসিবেলের তুলনায়। কাছাকাছি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামের বায়ু মানের সূচক ছিল ৩৪২ (খুব খারাপ) সকাল ১.১৮টায়।

Advertisement

দীপাবলির আগের দিন মধ্যরাতের পর শহরের বাকি অংশ আর ভালো ছিল না। সকাল ১টার দিকে বাগবাজারে রেকর্ড করা হয়েছে ৬৮.৩ ডেসিবেল, টালিগঞ্জে ৬১.৪, নিউমার্কেট ৭৬.৭ এবং কসবা ৮৯.৬ ডেসিবেল, সমস্ত অনুমোদিত মাত্রার উপরে। ১০ ডেসিবেল বৃদ্ধির ফলে কানের ড্রামে চাপ দ্বিগুণ হয়।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement