Advertisement

Durga Puja 2023 Amit Shah: কলকাতার পুজো উদ্বোধনে আসছেন অমিত শাহ

উত্তরপ্রদেশের অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দিরের আদলে সজল ঘোষের পুজোমণ্ডপ। এবারও থাকবে লাইট অ্যান্ড সাউন্ড। এই পুজোমণ্ডপের উদ্বোধন করবেন শাহ।

পুজোয় আসছেন অমিত শাহ।
শুভঙ্কর মিত্র
  • কলকাতা ,
  • 12 Oct 2023,
  • अपडेटेड 6:10 PM IST
  • কলকাতায় আসছেন অমিত শাহ।
  • সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো উদ্বোধন করার কথা।

কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধনে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? এমন জল্পনা চলছিল। বৃহস্পতিবার সেই খবর নিশ্চিত করলেন বিজেপি নেতা তথা কলকাতার ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ, যিনি আবার সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর উদ্যোক্তাও। বাংলা ডট আজতক ডট ইন-কে সজল জানান, ভার্চুয়ালি নয়, সশরীরে তাঁর দুর্গাপুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

গতবার সন্তোষ মিত্র স্কোয়্যারে আলো-ধ্বনির মায়াজালের লালকেল্লা দেখতে জনজোয়ার উপচে পড়েছিল। এবার তাদের থিম অযোধ্যার রাম মন্দির। উত্তরপ্রদেশের অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দিরের আদলে সজল ঘোষের পুজোমণ্ডপ। এবারও থাকবে লাইট অ্যান্ড সাউন্ড। এই পুজোমণ্ডপের উদ্বোধন করবেন শাহ। পুজোর বড় কত্তা সজল ঘোষ বলেন,'১৬ অক্টোবর বিকেল ৪টেয় সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভার্চুয়ালি নয়, তিনি কলকাতায় আসবেন।'

২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে ভাল ফল করতে চাইছে বিজেপি নেতৃত্ব। ২০১৯ সালে তারা পেয়েছিল ১৮টি আসন। এবার বিজেপির লক্ষ্য ৩৫ আসন। বিজেপি সূত্রের খবর, দুর্গাপুজোয় দলের নেতা-কর্মীদের যুক্ত হতে বলা হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের তরফে। কারণ দুর্গাপুজো জনসংযোগের বড় মঞ্চ। আগামী বছর জানুয়ারির মাঝামাঝি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সব ঠিকঠাক থাকলে তার আগেই সন্তোষ মিত্র স্কোয়্যারের রাম মন্দির থিমের মণ্ডপ উদ্বোধন করবেন শাহ।   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement