এবছর আর সাবেকি ধাঁচের প্রতিমা নয়, থিমের প্রতিমা যাচ্ছে বিদেশের মাটিতে। ইতিমধ্যেই দুটি থিম ভিত্তিক ফাইবার গ্লাস দুর্গা প্রতিমা এবছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরশাহী পাড়ি দিচ্ছে। একটি থিম ‘বসুন্ধরা’, অন্যটি বিশ্ব শান্তির ওপর। প্রতিমাগুলি শীঘ্রই পাঠানো হবে।
বিখ্যাত মৃৎশিল্পী ভবতোষ সুতারের তৈরি প্রতিমা যাচ্ছে নিউ জার্সিতে। তিনি তাঁর বেহালার স্টুডিওতে ৬ মাস ধরে তৈরি করেছেন ফাইবার গ্লাসের তৈরি ওই প্রতিমা। তাঁর দাবি, এই প্রথম বিদেশে থিমের দুর্গা পাঠানো হচ্ছে। এবার বিদেশের মাটিতেও থিমের দুর্গা প্রতিমার অর্ডার আসায় খুশি শিল্পীরাও।
রাজ্যের পুজো উদ্যোক্তারা সাধারণত থিম হিসেবে সমসাময়িক সমস্যা বা ঘটনাকে তুলে ধরেন। মণ্ডপ, আলো ও প্রতিমার মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়। বসুন্ধরা থিমের বিষয়ে শিল্পী জানিয়েছেন, থিমটি মাতৃভূমির প্রতীক। দুর্গা এখানে বসে রয়েছেন। প্রতিমাটি শান্তির বার্তা দিচ্ছে।
এর আগে ভবতোষ সুতার চেতলা অগ্রণী, নাকতলা উদয়ন সঙ্ঘের প্রতিমা তৈরি করেছেন। তবে বিদেশের কোনও থিমের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। এবছর প্রথম তিনি বিদেশের কোনও থিমের প্রতিমা তৈরি করলেন।
অন্যদিকে, কুমোরটুলির কৌশিক ঘোষ এবছর ৩৭টি কমিটির প্রতিমা তৈরি করছেন। যার মধ্যে একটি দুবাই যাবে। সেখানে বিশ্ব শান্তির থিমের ওপর প্রতিমা তৈরি করছেন তিনি। প্রতিমাটি ১২ ফুটের। দেবী পদ্মের ওপর বসে রয়েছেন। সম্পূর্ণ তৈরি হতে এখনও কিছুটা সময় লাগবে।
কুমোরটুলির বিখ্যাত মহিলা শিল্পী চায়না পালের প্রতিমা এবছর যাচ্ছে কাশ্মীর, ভোপাল ও আমেরিকা। তবে সবকটি প্রতিমাই সাবেকি। মন্টি পালের প্রতিমা যাচ্ছে নিউ জার্সি, বোস্টনে। দমকল মন্ত্রী সুজিত বসুর পুজো হিসেবে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের প্রতিমা তৈরি করবেন তিনি। থিম হবে কোনও ঐতিহাসিক দূর্গ। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।