Advertisement

Durga Puja Rally: দুর্গাপুজোর মেগা র‍্যালি, আজ কলকাতায় একাধিক রাস্তা বন্ধ-ওয়ানওয়ে, জানুন

Durga Puja Rally: কোনও কোনও গুরুত্বপূর্ণ রাস্তা আংশিক ভাবে বন্ধ রাখা হবে। এদিন মিছিল জোড়াসাঁকো থেকে শুরু হবে। শেষ হবে রেড রোডে। মিছিলে অংশ নেবে শহরের বড়বড় দুর্গাপুজোর উদ্যোক্তারা এবং বিশিষ্টরাও। এক নজরে দেখে নিন কোন কোন গুরুত্বপূর্ণ রাস্তাগুলির এদিন যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Sep 2022,
  • अपडेटेड 9:58 AM IST
  • দুর্গাপুজোর মেগা র‍্যালি
  • আজ কলকাতায় একাধিক রাস্তা বন্ধ-ওয়ানওয়ে
  • জানুন বিস্তারিত তথ্য

Durga Puja Rally: কলকাতার দুর্গাপুজোর হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। এদিন দুপুর ২টো থেকে দুর্গা পুজো ব়্যালির কর্মসূচির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরে শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কোনও কোনও গুরুত্বপূর্ণ রাস্তা আংশিক ভাবে বন্ধ রাখা হবে। এদিন মিছিল জোড়াসাঁকো থেকে শুরু হবে। শেষ হবে রেড রোডে। মিছিলে অংশ নেবে শহরের বড়বড় দুর্গাপুজোর উদ্যোক্তারা এবং বিশিষ্টরাও। এক নজরে দেখে নিন কোন কোন গুরুত্বপূর্ণ রাস্তাগুলির এদিন যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ

  • সেন্ট্রাল অ্যাভিনিউ বন্ধ থাকবে দুপুর ১টা থেকে ৪টে পর্যন্ত
  • বন্ধ রাখা হবে রেড রোড
  • হাওড়াগামী গাড়িগুলিকে স্ট্র্যান্ড রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে
  • শিয়ালদা যেতে হলে এজেসি বোস বা এপিসি রোড দিয়ে যেতে হবে
  • দুপুর ৩টে পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে
  • উত্তর কলকাতার দিকে যাওয়া গাড়িগুলিকে বেন্টিঙ্ক স্ট্রিট, রবীন্দ্র সরণি, স্ট্র্যান্ড রোড দিয়ে যেতে হবে
  • পরিস্থিতি বুঝে কিছু সময়ের জন্য বন্ধ রাখা হতে পারে ডোরিনা ক্রসিং

২টো থেকে মিছিল শুরু

দুর্গা পুজোর ব়্যালির জেরে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে নেওয়া হয়েছে শহর। কুইক রেসপন্স টিম, পিসিআর ভ্যান-সহ প্রচুর পুলিশ কর্মী এদিন মোতায়েন থাকবেন। মিছিলে বিশিষ্ট জন, পুজো উদ্যোক্তারা ছাড়াও শহরের কয়েকটি স্কুলের কিছু পড়ুয়াও অংশ নেবে। তবে এদিন শহরের বেশ কিছু স্কুল ছুটি দিয়ে দিয়েছে। আবার কোন কোন স্কুল আংশিক ছুটি ঘোষণা করেছে। কয়েকটি স্কুলের ক্লাস করা হবে অনলাইনে। পরীক্ষাও বাতিল হয়েছে বেশ কিছু স্কুলে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়ছিলেন, আলাদা করে কাউকে নয়। সকলের জন্যই এই আমন্ত্রণ জানানো হয়েছে। রেড রোডে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, মিছিলটি কলকাতার অন্তত ৭টি ওয়ার্ডের মধ্যে দিয়ে যাবে। ইউনেস্কোতে ধন্যবাদ জানিয়ে এদিন বেলা ২টোয় জোড়াসাঁকো থেকে এই মিছিল শুরু হবে। শহরের প্রত্যেকটি দুর্গাপুজোর উদ্যোক্তারা এতে অংশ নেবেন। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement