Advertisement

রেশন দুর্নীতি: জ্যোতিপ্রিয়র বাড়িতে সাতসকালে ED-র হানা, চলছে তল্লাশি

রেশন দুর্নীতির মামলার তদন্তে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা। সকাল থেকেই চলছে তল্লাশি। বৃহস্পতিবার সকাল সকাল প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেকের বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। এর আগে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। আর এবারে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গেল ইডি।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Oct 2023,
  • अपडेटेड 11:12 AM IST
  • রেশন দুর্নীতির মামলার তদন্তে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা।
  • সকাল থেকেই চলছে তল্লাশি।

রেশন দুর্নীতির মামলার তদন্তে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা। সকাল থেকেই চলছে তল্লাশি। বৃহস্পতিবার সকাল সকাল প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেকের বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। এর আগে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। আর এবারে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গেল ইডি।

সূত্রের খবর, এদিন সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে তল্লাশি অভিযানে বের হন ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে পৌঁছন সল্টলেকের বি সি ব্লকে। সূত্র মারফৎ জানা গেছে, এখন সেখানেই আছেন তাঁরা। সল্টলেকে প্রাক্তন খাদ্যমন্ত্রীর দুটি বাড়িতে তল্লাশি চলছে। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রেকর্ড করা হচ্ছে বয়ানও।

উল্লেখ্য, এর আগে রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল বাকিবুর রহমানকে। তাঁর গ্রেফতারির পরেই বার বার উঠে এসেছে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। কয়েকদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছিলেন, রেশন কেলেঙ্কারিতে জড়িত বর্তমান ও প্রাক্তন খাদ্যমন্ত্রী। তাঁর দাবি ছিল, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র এলাকায় নাকি পিডিএসের চাল বহনকারী ২০০ ট্রাক ধরা পড়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাকিবুর রহমানের অন্তত ১০০ কোটির সম্পত্তির হদিশ পেয়েছে। নামে, বেনামে, আত্মীয়দের নামে এই বিপুল সম্পত্তি। তারপরেই আজ তল্লাশি অভিযান শুরু হয়েছে শহরজুড়ে।

তাঁর আপ্ত-সহায়ক অমিত দে-র বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। ইডির আধিকারিকদের পাশাপাশি রয়েছেন সিআফপিএফ জওয়ানও। অমিতবাবুর নাগেরবাজারের দুটি ফ্ল্যাটে গিয়েছেন ইডির অফিসাররা। তবে জানা গেছে, অমিতবাবু সেখানে নেই। দুটি ফ্ল্যাটই তালাবন্ধ রয়েছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement