Advertisement

ED Raid In IPAC Live: 'সব টেবিল ফাঁকা, নির্বাচনী স্ট্র্যাটেজি লুট করেছে,' I-PAC অফিসেই অপেক্ষায় মমতা

ভোটের আগে তোলপাড় বঙ্গ রাজনীতি। IPAC-এর অফিসে হানা ED আধিকারিকদের। প্রতীক জৈনের বাড়িতেও তল্লাশি অভিযান। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান IPAC প্রধানের বাড়িতে। প্রতিটি মুহূর্তের তথ্য পড়ুন এক ক্লিকেই...

মমতা বন্দ্যোপাধ্যায়মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jan 2026,
  • अपडेटेड 2:19 PM IST
  • I-Pac এ হানা ED-র
  • প্রতীক জৈনের বাড়িতে মমতা
  • বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

ভোটের আগে বঙ্গ রাজনীতি উত্তপ্ত।  রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার লাউডন স্ট্রিটে পলিটিক্যাল স্ট্র্যাটেজি সংস্থা IPAC প্রধান প্রতীক জৈনের বাড়িতে পৌঁছেছেন ED-র আধিকারিকরা। পাশাপাশি, সল্টলেকের সেক্টর ফাইভেও I-Pac-এর অফিসেও পৌঁছেছে যায় ED। এই খবর প্রকাশ্যে আসার পর আচমকাই কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকের বাড়িতে পৌঁছন।

> IPAC অফিস থেকে কী কী নিয়েছে ED?

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, I-PAC অফিস এবং প্রতীক জৈনের বাড়ি থেকে ED নিয়ে গিয়েছে, নির্বাচনী স্ট্র্যাটেজি, ফিন্যান্সিয়াল পেপার, ভোটার লিস্ট, ভোটার ডেটা, প্রার্থী তালিকা, SIR-এর কাগজপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস, নির্বাচনী সাজেশন সহ একাধিক নথি নিয়ে গিয়েছে। ED ফরেন্সিক টিম এই নথিগুলি নিয়ে গিয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। 

> যতক্ষণ প্রতীক সল্টলেকের অফিসে এসে সবটা ঠিক করছে ততক্ষণ সেখানেই অপেক্ষা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

> অমিত শাহকে কী বললেন মমতা?

'অমিত শাহ আপনি বাংলা জিততে চাইলে রাজনৈতিক লড়াই করুন, কেন আমাদের IT অফিস রেড করে সব লুটে নিলেন? কেন এমন একটি সফটওয়্যার অ্যাপ ব্যবহার করে বাংলার ৫৪ লক্ষ মানুষের নাম ডিলিট করিয়ে দিলেন? দেড় কোটি মানুষকে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়েছেন? নির্বাচন কমিশন যা করছে BJP-র নির্দেশে করছে। IT অফিসে এভাবে রেড করানো যায়? আমরা যদি পাল্টা ওদের অফিসে রেড করাই? একতরফা কিছু হয় না মনে রাখবেন। এতক্ষণ আমরা ধৈর্য ধরে বসে আছি, বিচার মিলবে আশা করছি। আপনারা আজ সহ্যের সব সীমা পার করে দিয়েছেন।'

> মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অপারেশন শুরু করেছে ভোর ৪ টের সময়। সব টেবিল ফাঁকা। মানে সব কাগজপত্র নিয়েছে

> ৪০ মিনিট পর IPAC অফিস থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী, কী বললেন?

৪০ মিনিটেরও বেশি সময় I-PAC-এর অফিসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'আমাদের দলের সব ডেটা, সমস্ত ল্যাপটপ, হার্ড ডিস্ক, নির্বাচনী স্ট্র্যাটেজি, SIR তথ্য সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করার চেষ্টা করেছি। এটা একটা ক্রাইম। আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অথরাইজড টিম এটা, কোনও বেসরকারি অফিস নয়। নির্বাচনের আগে সব কাগজ আবার নতুন করে তৈরি করতে গেলে তো ভোট পেরিয়ে যাবে। আমরা রেজিস্টার্ড পার্টি, আমরা কর দিই. অডিট হয়। আপনাদের কারও অফিসে ঢুকে যদি এমনটা করত? যদি কোনও প্রয়োজন থাকত, বলতে পারত ED। BJP-কে তো নোটিশ পাঠায় না IT। মানি পাওয়ার, মাসল পাওয়ার ব্যবহারের চেষ্টা করছে।'  আরও পড়ুন

Advertisement

> প্রতীক জৈনের বাড়ি থেকে বেরনোর সময়ে তাঁর ফোনটিও হাতে করে নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়

> সল্টলেকে I-PAC-এর অফিসে পৌঁছলেন রাজ্য পুলিশের DG রাজীব কুমার

> I-PAC অফিস থেকে বের করে আনা হল ফাইল

I-PAC-এর অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশের পরই দেখা গেল কয়েক জন পুলিশ আধিকারিক বেশ কিছু ফাইল নিয়ে এসে একটি গাড়িতে রাখলেন। সেই ফাইলগুলির মধ্যে I-PAC-এর লোগো ছাড়াও দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের লোগো। এছাড়াও বেশ কিছু তৃণমূল নেতার নামও রয়েছে বলে খবর। ওই গাড়ি ঘিরে রেখেছেন একাধিক পুলিশ কর্মী।  আরও পড়ুন

> কী প্রতিক্রিয়া শুভেন্দুর?

I-PAC-এর অফিসে ED হানা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'মুখ্যমন্ত্রী যা করলেন সাংবিধানিক কাজে হস্তক্ষেপ এবং কাজে বাধা দান। এই কাজকে নিন্দা জানাই। ইডির উচিত তার ক্ষমতা বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া। তারা আইনের মাধ্যমে ব্যবস্থা নেবেন।' এদিন তিনি আরও বলেন, 'I-PAC-এর কাছে ভোটার লিস্ট থাকবে কেন? আমি ED-র তদন্তের ব্যাপারে ঢুকব না। CP ও মুখ্যমন্ত্রীর যাওয়াকে অসাংবিধানিক ও অনৈতিক বলে মনে করি। রাজীব কুমারের সময়ও একই কাজ করেছিলেন।' আরও পড়ুন

> সল্টলেকে I-Pac-এর দফতরে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বেলা ১২টা ৪৪ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী বেসমেন্ট দিয়ে ঢোকেন I-PAC-এর অফিসে। সঙ্গে সুজিত বসু ও কৃষ্ণা চক্রবর্তীও রয়েছেন। 

> প্রতীক জৈনের বাড়ি থেকে কী কী আনলেন মমতা?

মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে থেকে একটি সবুজ ফাইল, একটি হার্ড ়ডিস্ক নিয়ে বেরিয়ে আসেন। আরও পড়ুন

> সল্টলেকেও যাচ্ছেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সল্টলেকে তাঁর দলের IT অফিসেও ED আধিকারিকরা হানা দিয়েছে, সেখানেও যাচ্ছেন তিনি। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন মুখ্যমন্ত্রী। 

> মমতার বিস্ফোরক অভিযোগ 

বাড়ির বাইরের গাড়ি থেকে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, 'বাড়িটা কোথায়?' এরপর হনহন করে ঢুকে পড়েন বাড়ির ভিতর। প্রতীকের বাড়ি থেকে কয়েক মিনিটেই বেরিয়ে আসেন মমতা। বাড়ি থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, 'আমাদের IT অফিসে হানা দিয়ে আমাদের পার্টির সমস্ত হার্ড ডিস্ক নিয়ে নিতে চাইছে। আমাদের পার্টির সমস্ত ডকুমেন্ট হাতিয়ে নিতে চাইছে। পার্টি প্ল্যান, পার্টি স্ট্র্যাটেজি এবং প্রার্থী তালিকা সহ সমস্ত তথ্য রয়েছে যে নথিগুলিতে, সেগুলি হাতানোর চেষ্টা। ন্যাস্টি স্বরাষ্ট্রমন্ত্রী, নটি স্বরাষ্ট্রমন্ত্রী। উনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না। এটাই অমিত শাহের কাজ? SIR-এ এত লোকের নাম বাদ দিয়ে হল না?' তিনি আরও বলেন, 'আমি প্রতীককে ফোন করেছিলাম। ও আমার দলের ইনচার্জ। ওরা হার্ড ডিস্ক, ফোন সব নিয়ে নিচ্ছিল। তাই আমি সব নিয়ে এসেছি।'

রিফ্রেশ করতে থাকুন...

 

Read more!
Advertisement
Advertisement