Advertisement

Fire at Gariahat: গড়িয়াহাটে বহুতলে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

গড়িয়াহাটের বহুতলে আগুন। দোতলায় আগুন লেগেছে বলে খবর। চারিদিক ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। ইতিমধ্যে আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকল। এলাকায় দমকলের একাধিক ইঞ্জিন রয়েছে।

গড়িয়াহাটের বহুতলে বিধ্বংসী আগুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jun 2023,
  • अपडेटेड 5:50 PM IST

গড়িয়াহাটের বহুতলে আগুন। দোতলায় আগুন লেগেছে বলে খবর। চারিদিক ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। ইতিমধ্যে আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকল। এলাকায় দমকলের একাধিক ইঞ্জিন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর সাড়ে ৩টে নাগাদ গড়িয়াহাটে ম্যান্ডেভিলা গার্ডেন এলাকার এক বহুতল আবাসনে আগুন লাগে। একটি গয়নার দোকানের পাশেই রয়েছে এই বহুতল। চারিদিক ঢেকে যেতে থাকে কালো ধোঁয়ায়। এভাবে ধোঁয়া বার হতে দেখে চাঞ্চল্য ছড়ায়। খবর পৌঁছয় দমকল বাহিনীর কাছে। 

খবর পেয়েই দমকলের ৪ টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। শুরু হয় আগুন নেভানোর কাজ। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে গড়িয়াহাটের মতো ব্যস্ত এলাকায় আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দমকল সূত্রে খবর,  ইঞ্জিন সংখ্যা আরও বাড়তে পারে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement