Advertisement

কলকাতার মেয়র পদে শপথ ফিরহাদের, মমতার স্বপ্ন পূরণের বার্তা

কলকাতার ৩৯ তম মেয়র হলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মঙ্গলবার দ্বিতীয়বারের জন্য মেয়র হলেন ফিরহাদ। এদিন তাঁকে শপথবাক্য পাঠ করা রাম পেয়ারি রাম। ফিরহাদ হাকিমের পর শপথবাক্য পাঠ করেন কলকাতা পুরসভার (KMC) চেয়ারপার্সন মালা রায়।

ফিরহাদ হাকিম (ফাইল ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Dec 2021,
  • अपडेटेड 1:37 PM IST
  • শপথ নিলেন ফিরহাদ হাকিম
  • 'যখন ডাকি তখন পাই'
  • কাউন্সিলরদের বার্তা নয়া মেয়রের

কলকাতার ৩৯ তম মেয়র হলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মঙ্গলবার দ্বিতীয়বারের জন্য মেয়র হলেন ফিরহাদ। এদিন তাঁকে শপথবাক্য পাঠ করা রাম পেয়ারি রাম। ফিরহাদ হাকিমের পর শপথবাক্য পাঠ করেন কলকাতা পুরসভার (KMC) চেয়ারপার্সন মালা রায়। 

এদিন শপথবাক্য পাঠ করার পর ফিরহাদ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আশা নিয়ে এই বোর্ড গঠন করেছেন। তাই টিম পুরসভার কাছে একটাই উদ্দেশ্য থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাশা পূরণ করা। মানুষকে এমন পরিষেবা দিতে হবে যাতে মানুষ বলেন যে এই বোর্ড শ্রেষ্ঠ।' তিনি আরও বলেন, 'আমরা প্রশাসনিক পদে আছি, কিন্তু আমরা সবাই সেবক। আর আমি প্রধান সেবক।'

ফিরহাদ আরও বলেন, 'যখন ডাকি তখন পাই কাউন্সিলর হতে হবে। যদি তেমনটা হতে পারেন তাহলেই শ্রেষ্ঠ কাউন্সিলর হতে পারবেন। যদি নিজের ওয়ার্ডের জন্য ভাল কাজ করতে পারেন, তাহলে কলকাতা খুব স্বভাবিকভাবেই সুন্দর হয়ে উঠবে।' 

একইসঙ্গে আর্থিক বিষয়টি মাথায় রেথে ফিরহাদ বলেন, 'যদি ইচ্ছা থাকে তবে উপায় হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ সামনে রেখে আমরা এগিয়ে যাব।' 

 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement