Advertisement

Tapas Roy ED Raid: 'তাপস রায় চুরি করেছে বলে মনে হয় না,' বলছেন অধীর, 'ইতস্তত' BJP-র শমীকের গলাতেও

নিয়োগ দুর্নীতি মামলায় এদিন ভোর ৬টায় তাপস রায়ের বাড়িতে তল্লাশি যায় ইডি। কেন্দ্রীয় এজেন্সির আরেকটি দল সেই সময় মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দেয়। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখনও তাপস ও সুজিতের বাড়িতে চলছে ইডি তল্লাশি। তৃণমূল কংগ্রেসের তরফে ইডি-র এই অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্র বলে দাবি করা হচ্ছে।

তাপস রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jan 2024,
  • अपडेटेड 4:58 PM IST
  • 'তাপস রায় চুরি করেছে বলে মনে হয় না'
  • 'তৃণমূল বাকিদের যেটা করছে, সেটা কী?'
  • ইতস্তত বোধ করলেন বিজেপি-র শমীকও

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও বিধায়ক তাপস রায়ের বাড়িতে ED-র তল্লাশির খবরে যখন রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে,  তখন তাপস রায়ের প্রশংসাই শোনা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গলায়। তাঁর বক্তব্য, তাপস রায় চুরি করেছেন বলে তিনি মনে করেন না।

'তাপস রায় চুরি করেছে বলে মনে হয় না'

আজ অর্থাত্‍ শুক্রবার সাংবাদিক সম্মেলনে অধীর বলেন, 'তাপস রায় চুরি করেছে বলে মনে হয় না। আমি ওকে ব্যক্তিগত ভাবে চিনি। এখন ভিড়ের মধ্যে পড়ে যাচ্ছে আর কী। ভিড়ের মধ্যে কেউ কেউ চাপা পড়ে যায়, কেউ যায় না। তাপস রায় ঠিক এই ক্যারেক্টারের লোক বলে আমি মনে করি না। এখন চোরদের সঙ্গে থাকলে কিছু করার নেই। চোরের সঙ্গে থাকলে বদনাম নিতে হবে। সঙ্গ দোষে কিছু করে থাকলে আলাদা বিষয়, তবে আমি তাপস রায়কে যতটুকু চিনি, তাঁর এই ধরনের দুর্নীতি করার সম্ভাবনা কম। এইটুকুই বলে পারি।'

'তৃণমূল বাকিদের যেটা করছে, সেটা কী?'

নিয়োগ দুর্নীতি মামলায় এদিন ভোর ৬টায় তাপস রায়ের বাড়িতে তল্লাশি যায় ইডি। কেন্দ্রীয় এজেন্সির আরেকটি দল সেই সময় মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দেয়। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখনও তাপস ও সুজিতের বাড়িতে চলছে ইডি তল্লাশি। তৃণমূল কংগ্রেসের তরফে ইডি-র এই অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্র বলে দাবি করা হচ্ছে। তৃণমূলের এই দাবির প্রেক্ষিতে অধীরের বক্তব্য, 'তৃণমূল কি ভালবাসার রাজনীতি দেখবে? আর তৃণমূল বাকি যাদের সঙ্গে করছে সেটা কী? এই যে শিক্ষকদের সঙ্গে কী করছে, কর্মচারীদের সঙ্গে কী হচ্ছে, এসব প্রেমের সব রাজনীতি করছে। আর এটা প্রতিহিংসার রাজনীতি।'

Advertisement

ইতস্তত বোধ করলেন বিজেপি-র শমীকও

বস্তুত, রাজ্য রাজনীতিতে তাপস রায়ের ভাবমূর্তি স্বচ্ছ্ব হিসেবেই পরিচিত। এযাবত্‍ তাঁর বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ শোনা যায়নি। এমনকী বারবার দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্যে সরব হতেও দেখা গিয়েছে তাপসকে। এহেন তাপস রায় প্রসঙ্গে বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, 'ব্যক্তি তাপস রায়ের বিরুদ্ধে আগে কোনও দুর্নীতির অভিযোগ ওঠেনি। কিন্তু যে রাজনৈতিক দলের সঙ্গে উনি যুক্ত, যেভাবে অয়ন শীলের কাছে নথিতে নাম এসেছে মন্ত্রী নেতাদের সেখানে তদন্ত দরকার।'  
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement