Advertisement

Jadavpur University: যাদবপুরে ১২ ঘণ্টা EC-র বৈঠক; 'সমাধান সূত্র মেলেনি', দাবি উপাচার্যের

ছাত্র মৃত্যু-ব়্যাগিং ইস্যুতে বারংবার শিরোনামে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এরপর যাদবপুরে একাধিক নিয়ম বদলের দাবি ওঠে। মঙ্গলবার ১২ ঘণ্টা ধরে EC-র বৈঠক চলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মধ্যরাত পর্যন্ত চলে সেই বৈঠক।

ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Sep 2023,
  • अपडेटेड 10:02 AM IST
  • ছাত্র মৃত্যু-ব়্যাগিং ইস্যুতে বারংবার শিরোনামে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়
  • মঙ্গলবার ১২ ঘণ্টা ধরে EC-র বৈঠক চলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
  • মঙ্গলবার ১২ ঘণ্টা ধরে বৈঠক চলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

EC Meeting Jadavpur University: ছাত্র মৃত্যু-ব়্যাগিং ইস্যুতে বারংবার শিরোনামে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এরপর যাদবপুরে একাধিক নিয়ম বদলের দাবি ওঠে। মঙ্গলবার ১২ ঘণ্টা ধরে EC-র বৈঠক চলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মধ্যরাত পর্যন্ত চলে সেই বৈঠক। বিশ্ববিদ্যালয়ে কী কী পরিবর্তন করা হবে তা নিয়ে বৈঠক হয়। তবে জানা গেছে, বৈঠকের থেকে মেলেনি কোনও সমাধান সূত্র।

বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ জানান, বৈঠকে কোনও সমাধান সূত্র মেলেনি। অসম্পূর্ণ বৈঠক। তবে পড়ুয়াদের দাবি, বৈঠক আংশিক সফল।

বৈঠকের বিষয়-

  • এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ছাত্রমৃত্যুর বিষয়ে আলোচনা খুবই সামান্য হয়েছে। 
  • আলোচনা হয়নি র‍্যাগিং বিরোধী পরিকাঠামো নির্মাণ নিয়েও।
  • অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হয়।
  • অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডকে নিরপেক্ষ তদন্তের কথা বলা হয়েছে।
  • বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে হয়েছে আলোচনা। ডেঙ্গি রোখার ব্যবস্থা নিতে কী কী করা যায় তা নিয়ে আলোচনা হয়।
  • এদিনের বৈঠকে অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছে। যাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ হয়েছে, তাদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে? তা নিয়েও হয়েছে আলোচনা।

সংবাদমাধ্যম সূত্রে খবর, বৈঠকে উপাচার্য অসুস্থ বোধ করেন। ইউজি-১ এর জন্য পৃথক হস্টেলের দাবি উঠেছিল, তা মেনে নেওয়া হয়েছে। ১০ অক্টোবর পর্যন্ত পৃথক সময় চাওয়া হয়েছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement