রাজ্য-রাজ্যপাল সংঘাতে নতুন মাত্রা যুক্ত হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই তাঁর টুইটার থেকে ব্লক করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়কে। এবার পাল্টা আক্রমণের পথে হাঁটলের রাজ্যপাল। জানালেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তার কোনও সারবত্তা নেই। সব অভিযোগ ভিত্তিহীন।
ধনখড়ের অভিযোগ সাধারণতন্ত্র দিবসের দিন তাঁকে রিসিভ করেননি মুখ্যমন্ত্রী। যা দেশে এক নজিরবিহীন ঘটনা। এরকম কোথাও কোনওদিন হয়নি।
আরও পড়ুন : দুর্গাপুজো নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল ধনখড় তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর তোলা সব অভিযোগ নস্যাৎ করে পাল্টা অভিযোগ করেন ও রাজ্যের শাসকদল তথা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, 'আমার কাছে কোনও ফাইল আটকে নেই। অভিযোগ ভিত্তিহীন। আমি যা কাজ করছি তা সংবিধান মেনে। অথচ আমাকে সরকারের তরফে সাহায্য করা হচ্ছে না। আমি একের পর এক প্রশ্নের উত্তর চেয়েছি। সেগুলো আমাকে জানানো হয়নি।'
মা ক্যান্টিনের টাকা কোথা থেকে আসছে, রাজ্যপাল এই নিয়ে নাকি সরকারের কাছে উত্তর চেয়েছিলেন। এই অভিযোগ তুলে মমচতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাজ বেঙ্গল থেকে রাজ্যপালের খাবার আসে।সেই অভিযোগ উড়িয়ে দেন ধনখড়। তিনি বলেন, 'এই অভিযোগ সর্বেব মিথ্যা। এমন কথার কোনও সারবত্তা নেই।'
আরও পড়ুন : ফ্যানেদের 'প্রাইভেট ভিডিও' পাঠাচ্ছেন এই সুন্দরী, Viral
ধনকড়ের আরও বক্তব্য, তিনি রাজনীতি করেন না। রাজনৈতিক ব্যক্তিও নন। তবে তিনি সংবিধান মেনে চলেন। সংবিধান মোতাবেক দায়িত্ল পালন করা তাঁর কর্ত্যব্যের মধ্যে করেন। সেই কারণে তিনি নিজের কাজ করে যাচ্ছেন। কাউকে ভয় পেয়ে তিনি এই দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন, এমনটা নয়।
রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, 'রাজ্যপাল হিসেবে সংবিধান রক্ষা করাই আমার কাজ। মা ক্যান্টিন ফেব্রুয়ারি থেকে চালু, টাকা কোথা থেকে আসছে? আমি এনিয়ে জানতে চেয়েছি, এখনও জবাব আসেনি। রাজ্যে প্রতিমুহূর্তে সংবিধানের রীতি ভঙ্গ হচ্ছে। আইনের শাসন না থাকলে পদক্ষেপ করবেই রাজ্যপাল।'