Advertisement

Justice Abhijit Ganguly Latset news : ধুতি পাঞ্জাবিতে জাস্টিস গঙ্গোপাধ্যায়কে দেখে খোঁচা কুণালের, Bangla.aajtak.in-কে প্রতিক্রিয়া বিচারপতির

ফের শিরোনামে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Ganguly)। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায়, তিনি ধুতি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রয়েছেন। একটি বুটিকের তরফে সেই ছবি পোস্ট করা হয়। আর তা নিয়ে ট্যুইট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (kunal Ghosh)।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি
সৌমেন কর্মকার
  • কলকাতা,
  • 18 Jun 2023,
  • अपडेटेड 3:58 PM IST
  • ফের শিরোনামে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়
  • সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি ভাইরাল

ফের শিরোনামে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায়, তিনি ধুতি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রয়েছেন। একটি বুটিকের তরফে সেই ছবি পোস্ট করা হয়। আর তা নিয়ে ট্যুইট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। 

মাননীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই ছবি পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, 'অপূর্ব।
বিচারপতিরা আর কী কী করেন দেখি।
জলি এল এল বির বিচারক সৌরভ শুক্লা যেন মেয়ের জন্য কোন ব্র্যান্ড খুঁজছিলেন....
শূন্য শব্দটিও ভাল।
শূন্যদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর....
কারা যেন শূন্য?' 

কুণালের সেই পোস্টও ভাইরাল হয়। নেটিজেনদের তরফ থেকে আসতে শুরু করে বিভিন্ন প্রতিক্রিয়া। যদিও কুণাল ঘোষ ট্যুইট করার আগেই মাননীয় বিচারপতির সেই ছবি ঘুরতে শুরু করেছিল ফেসবুকে। নেটিজেনদের একাংশ বিচারপতির সেই ছবি দেখে প্রশংসাও করেন। কেউ কেউ বিরূপ মন্তব্যও করেন।

অপূর্ব।
বিচারপতিরা আর কী কী করেন দেখি।
জলি এল এল বির বিচারক সৌরভ শুক্লা যেন মেয়ের জন্য কোন ব্র্যান্ড খুঁজছিলেন....
শূন্য শব্দটিও ভাল।
শূন্যদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর....
কারা যেন শূন্য??

এই বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফোন করা হয় Bangla.aajtak.in-এর তরফে। মাননীয় বিচারপতি বলেন, 'ওরা আমাদের সম্মতি নিয়ে ছবি পোস্ট করেছে না করেনি তাতে কী যায় আসে ? কেউ বিরূপ মন্তব্য করছে ? যে যা বলছে বলুক। এই সম্পর্কে আমি কোনও মন্তব্য করব না। নমস্কার। ধন্যবাদ।' 

কুণাল ঘোষের ট্যুইট

এদিকে সেই বুটিকের তরফে সৌরভ বাগচী Bangla.aajtak.in বলেন, 'আমাদের কাছ থেকে পোশাক নিয়ে যাঁরা পরেন, তাঁদের ছবি আমাদের সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করি। এর মধ্যে প্রোমোশন বা বিজ্ঞাপনের কোনও ব্যাপার নেই। উনি যে পোশাকটি পরেছিলেন, সেটা আমাদের এখান থেকেই কেনা। আর উনি আমাদের শেয়ার করেছিলেন। জানিয়েছিলেন, চাইলে আপনারা শেয়ার করতে পারেন। তারপরই আমরা শেয়ার করেছি।' 

Advertisement

ওই বুটিকের তরফে ফেসবুক পোস্টে লেখা হয়, 'এটা কোনও বিজ্ঞাপনী প্রচার নয়। অন্য অনেকের মতো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও আমাদের কালেকশন থেকে তাঁর জন্য এই সেটটি কিনেছিলেন। তিনি নিজেই এটি পরার এই ছবিটি পাঠান। তাঁর অনুমতি নিয়েই আমরা এই ছবিটি আমাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছি।' 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement