Advertisement

Kolkata Civic Volunteers: 'কলকাতার সিভিক ভলান্টিয়ারদের বোনাস ৫ হাজার টাকা, বাকি জেলায় কেন ২ হাজার?' পক্ষপাতিত্বের অভিযোগ শুভেন্দুর

সিভিক ভলান্টিয়ারদের বোনাস নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি টুইট করে দাবি করেছেন, রাজ্য সরকার পুজোয় বোনাস হিসেবে কলকাতার সিভিক ভলান্টিয়ারদের ৫ হাজার ৩০০টাকা দিয়েছে। অন্যদিকে, রাজ্যের অন্য জেলাগুলির সিভিক ভলান্টিয়ারদের দিচ্ছে ২০০০ হাজার টাকা। 

সিভিক ভলান্টিয়ার, শুভেন্দু অধিকারী। ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Oct 2023,
  • अपडेटेड 1:24 PM IST
  • সিভিক ভলান্টিয়ারদের বোনাস নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  • এদিন তিনি টুইট করে দাবি করেছেন, রাজ্য সরকার পুজোয় বোনাস হিসেবে কলকাতার সিভিক ভলান্টিয়ারদের ৫ হাজার ৩০০টাকা দিয়েছে।

সিভিক ভলান্টিয়ারদের বোনাস নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি টুইট করে দাবি করেছেন, রাজ্য সরকার পুজোয় বোনাস হিসেবে কলকাতার সিভিক ভলান্টিয়ারদের ৫ হাজার ৩০০টাকা দিয়েছে। অন্যদিকে, রাজ্যের অন্য জেলাগুলির সিভিক ভলান্টিয়ারদের দিচ্ছে ২০০০ হাজার টাকা। 

তাঁর প্রশ্ন, 'পুজোয় কলকাতা পুলিশের সিভিক বোনাস পাবে পাঁচ হাজার তিনশত টাকা করে, আর বাকি রাজ্যে কর্মরত সিভিক পাবে দু'হাজার টাকা করে। এটা কেমন বিচার? দক্ষিণ কলকাতা কেন্দ্রিক প্রশাসন এতটা এক চোখা, এত পক্ষপাতদুষ্ট?'

তাঁর দাবি, 'কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস পেতেই পারেন, এতে আমার কোনও আপত্তি নেই, কিন্তু রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়াররাই যেন সমান অঙ্কের বোনাস পান, কোনও বৈষম্য চলবে না।'
উল্লেখ্য, রাজ্যে পুলিশকর্মীদের পাশাপাশি সিভিক ভলান্টিয়াররাও অবিরাম পরিশ্রম চালিয়ে যান। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, উর্দিধারীদের বিভিন্ন কাজে সহযোগিতা করেন।

কিন্তু সেই সিভিক ভলান্টিয়ারদের মাস মাইনে তুলনায় অনেকটাই কম। রাজ্যে বহু যুবক-যুবতী সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন বিভিন্ন জেলায় জেলায়, বিভিন্ন থানায়। হয়ত তাঁদের মধ্যে এমনও অনেকে রয়েছেন, যাঁরা পরিবারের একমাত্র রোজগেরে। পুলিশকর্মীদের পাশাপাশি তাঁরাও রোদ-ঝড়-বৃষ্টির তোয়াক্কা না করেই, নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এদিকে সিভিক ভলান্টিয়ারদের এই বেতন পরিকাঠামো নিয়ে চিন্তাভাবনা করা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement