আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনা এবং তার পরবর্তী সময়ের পরিস্থিতি ঘিরে তৈরি হয়েছে নতুন করে অবিশ্বাসের পরিবেশ। সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু মহিলার 'পুরুষবিদ্বেষী' পোস্ট ঘিরে চলছে ব্যাপক আলোচনা। পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্যের নামেও উঠেছে কু-মন্তব্য। এই পরিস্থিতিতে মুখ খুললেন নন্দিনী, তুলে ধরলেন তার ক্ষোভ ও আশঙ্কা।
'বাংলা ডট আজতক ডট ইন'-কে দেওয়া এক সাক্ষাৎকারে নন্দিনী বলেন, 'অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। এটা দীর্ঘদিন ধরেই চলছে। নির্ভয়ার ঘটনার সময়ও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। নির্ভয়ার সেই বন্ধু, যে তাঁকে বাঁচানোর চেষ্টা করেছিল, তাঁর কথা কেউ বলে না। আরজি কর কাণ্ডের পরেও কিছু মহিলার মন্তব্যে সেই একই অবিশ্বাসের পরিবেশ তৈরি হচ্ছে।'
আরজি কর কাণ্ডের পর একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যা নিয়ে নন্দিনী বলেন, 'দুঃখের বিষয়, একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেটি সত্যি না মিথ্যে জানি না। তবে একটি মেয়ে জড়িত রয়েছে বলে দাবি করা হচ্ছে। তা আমাদের ভাবতে বাধ্য করছে। তাহলে মেয়েরা কি মেয়েদের ওপরও বিশ্বাস রাখতে পারবে না?'
নন্দিনী আরও বলেন, 'রাতদখল প্রতিবাদে হাজার হাজার পুরুষও অংশ নিয়েছিলেন। অনেকে তাঁদের অশীতিপর মাকে নিয়ে প্রতিবাদে হেঁটেছেন। ট্যাক্সি-বাস-মেট্রো চালিয়ে তাঁদের কারা বাড়ি পৌঁছে দিয়েছেন সেদিন? কিন্তু তারপরেও কিছু মহিলা বলছে, সমস্ত পুরুষকে দূরে সরিয়ে রাখলেই রাতের দখল নেওয়া সম্ভব হবে। এ কেমন ধরনের পুরুষবিদ্বেষ?'
নিজের নামে উঠতে থাকা কু-মন্তব্য ও ট্রোলিং নিয়ে নন্দিনী জানান, 'আমার সম্পর্কে অনেকেই অশালীন ভাষায় গালিগালাজ করছেন। তবে এটি আমাকে থামাতে পারবে না। এগুলোই আমার কাজের প্রেরণা।'
নন্দিনীর মতে, 'রাত শুধু মেয়েদের জন্য নয়, সবার জন্য নিরাপদ হওয়া উচিত। নারী-পুরুষের মধ্যে বিভাজন তৈরি করে কোনও লাভ হবে না। বরং আমাদের একসঙ্গে কাজ করতে হবে, যাতে রাতের পরিবেশ সবার জন্যই নিরাপদ হয়।'
তিনি আরও বলেন, 'মেয়েরা যুগ যুগ ধরে রাতে কাজ করেছেন, বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন। এখনও হাসপাতাল, কলসেন্টার, হোটেল, পানশালা—সব জায়গাতেই মেয়েরা রাতে কাজ করেন। তাই রাতের দখল নতুন কিছু নয়। বরং সবার জন্য রাতের পরিবেশ নিরাপদ হওয়াই আসল উদ্দেশ্য হওয়া উচিত।'
নন্দিনীর বক্তব্য স্পষ্ট, 'রাত শুধুই মহিলাদের জন্য নয়, রাতের নিরাপত্তা সবার জন্য জরুরি।" তার মতে, "সমাজের একাংশ নারী-পুরুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে, যা কোনওভাবেই কাম্য নয়। এই মেয়েটিরও তো নভেম্বরে বিয়ে ঠিক হয়েছিল। সেই ছেলেটার মনের কথা কী কেই একবার জানতে চাইলেন।'
'রাতদখল' নিয়ে নন্দিনীর বক্তব্য, 'শুধু মেয়েদের জন্য না, রাত মানুষের জন্য নিরাপদ হোক। নারী-পুরুষের বায়নারি তৈরি করা। রায়ট লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। গতবছর ৯ অগাস্ট স্বপ্নদীপকে হস্টেলের ছাদের নীচে বিবস্ত্র অবস্থায় পাওয়া গিয়েছিল। তখন তো কেউ বলেনি। আমায় যারা কু-মন্তব্য করছেন, তাদের উদ্দেশে আমার কিছু বলার নেই। এগুলোই আমার কাজের প্রেরণা। রাত পুরুষের জন্য নিরাপদ?'