শহরে ফের অগ্নিকাণ্ড। এবার কলুটোলা স্ট্রিটের একটি বাড়িতে আগুন লাগে। আর তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে ,পড়তে শুরু করে চারপাশে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২২টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।
আরও পড়ুন : কলকাতা দিন কয়েক পানীয় জলের সমস্যার সম্ভাবনা
জানা গিয়েছে, সোমবার সকাল পৌনে এগারোটা নাগাদ আগুন লাগে ১১ নম্বর, কলুটোলা স্ট্রিটের একটি বহুতলে। তবে কী কারণে আগুন লাগল তা পরিষ্কার নয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। কবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারা যায়নি।
এদিকে এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। তখন দমকলের আরও বেশ কয়েকটি ইঞ্জিন আসে। তারা আগুন নেভানোর কাজ শুরু করে। সূত্রের খবর, এখনও আগুনের উৎসস্থলে পৌঁছতে পারেনি দমকলকর্মীরা। আগুন ছড়িয়ে পড়ায় বাড়িতে মজুত থাকা আসবাবপত্রের ক্ষতি হয়েছে।
আরও পড়ুন : মমতার জয় নিশ্চিত হতেই শুনশান BJP-র ২ পার্টি অফিস, দেখুন
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে যেভাবে আগুন ছড়াচ্ছে, তা এখনই নিয়ন্ত্রণে আনতে না পারলে বড়সড় ক্ষতি হয়ে যাবে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে। অগ্নিকাণ্ডের কারণে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, বিল্ডিংটির আশপাশে কারখানাও রয়েছে। ফলে আগুন ছড়িয়ে পড়ার আসঙ্কা থাকছে। বিল্ডিংটির জানলা দিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে দমকল কর্মীরা।
সূত্রের খবর, আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন দমকলের এক কর্মী। বহুতল বাড়ির নিচের বেশ কয়েকটি দোকানের দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করেছে বলে মনে করছে দমকল। ঘটনাস্থলে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু দমকলের বিজি সহ স্থানীয় থানার পুলিশ বাহিনী। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।