Advertisement

Kolkata Metro: ইদে মেট্রো কম চলবে, জানিয়ে দিল রেল, প্রথম ও শেষ ট্রেন কখন?

আগামীকাল, বৃহস্পতিবার ইদ। ছুটির দিন। তাই কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা কিছুটা কাটছাঁট হল। মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ইদের দিনে শিয়ালদহ-সেক্টর ৫ রুট ও এসপ্ল্যানেড-হাওড়া রুটে কমানো হচ্ছে পরিষেবা। যদিও কবি সুভাষ (Kavi Subhash) থেকে দক্ষিণেশ্বর (Dakshineshwar) মেট্রো পরিষেবা একই থাকছে।

কলকাতা মেট্রো। ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Apr 2024,
  • अपडेटेड 2:47 PM IST
  • আগামীকাল, বৃহস্পতিবার ইদ। ছুটির দিন।
  • তাই কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা কিছুটা কাটছাঁট হল।

আগামীকাল, বৃহস্পতিবার ইদ। ছুটির দিন। তাই কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা কিছুটা কাটছাঁট হল। মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ইদের দিনে শিয়ালদহ-সেক্টর ৫ রুট ও এসপ্ল্যানেড-হাওড়া রুটে কমানো হচ্ছে পরিষেবা। যদিও কবি সুভাষ (Kavi Subhash) থেকে দক্ষিণেশ্বর (Dakshineshwar) মেট্রো পরিষেবা একই থাকছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩০টি মেট্রোর পরিবর্তে ওই দিন এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে মেট্রো চলবে ১২২টি। দুটি মেট্রোর মাঝে সময়ের ব্যবধানও বাড়ানো হচ্ছে। জানা গেছে, ১২, ১৫ ও ২০ মিনিট অন্তত অন্তর চলবে মেট্রো। বিজ্ঞপ্তি অনুযায়ী, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে ৬১টি মেট্রো এসপ্ল্যানেড থেকে এবং ৬১টি ছাড়বে হাওড়া ময়দান থেকে। দু'দিক থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৪৫-এ।

শিয়ালদহ-সেক্টর ৫ রুটে ১০৬টি মেট্রোর পরিবর্তে ৯০টি মেট্রো চলবে। দিনের প্রথম ও শেষ মেট্রোতে কোনও রদবদল করা হচ্ছে না। অন্যান্য দিনের মতোই শিয়ালদহ থেকে সেক্টর ৫ এর উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬.৫৫ মিনিটে এবং শেষ গাড়ি ছাড়বে রাত ৯.৩৫ মিনিটে। সেক্টর ৫ থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়, এবং শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৪০ মিনিটে। দুটি গাড়ির মধ্যে সময়ের ব্যবধান থাকবে ২০ মিনিটের। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement