Advertisement

Kolkata Metro: মেট্রোর নতুন উপহার দমদম ক্যান্টনমেন্ট, জুড়বে নোয়াপাড়া-বারাসত-বিমানবন্দরকে, চালু কবে?

নোয়াপাড়া-বারাসত হয়ে বিমানবন্দর মেট্রো স্টেশনকে জুড়বে হলুদ লাইনের দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। ইস্টার্ন মেট্রোর একটি বড় ইন্টারচেঞ্জিং পয়েন্ট হতে চলেছে এই মেট্রো স্টেশনটি। রবিবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই নতুন মেট্রো স্টেশনটি কলকাতা মেট্রোর মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 

দমদম ক্যান্টনমেন্ট স্টেশন।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Feb 2023,
  • अपडेटेड 2:42 PM IST
  • নোয়াপাড়া-বারাসত হয়ে বিমানবন্দর মেট্রো স্টেশনকে জুড়বে হলুদ লাইনের দমদম ক্যান্টনমেন্ট স্টেশন।
  • ইস্টার্ন মেট্রোর একটি বড় ইন্টারচেঞ্জিং পয়েন্ট হতে চলেছে এই মেট্রো স্টেশনটি।

নোয়াপাড়া-বারাসত হয়ে বিমানবন্দর মেট্রো স্টেশনকে জুড়বে হলুদ লাইনের দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। ইস্টার্ন মেট্রোর একটি বড় ইন্টারচেঞ্জিং পয়েন্ট হতে চলেছে এই মেট্রো স্টেশনটি। রবিবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই নতুন মেট্রো স্টেশনটি কলকাতা মেট্রোর মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 

পূর্ব রেলের দমদম ক্যান্টনমেন্ট স্টেশনটি নবনির্মিত দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন সংলগ্ন। তাই শিয়ালদা উত্তর বিভাগ, অর্থাৎ বারাসত, বসিরহাট, টাকি, হাসনাবাদ এবং বনগাঁর মতো জায়গা থেকে আসা লোকজন দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন থেকে খুব সহজেই কলকাতায় আসতে পারবেন। 

এছাড়াও হাওড়া, হুগলি, ব্যারাকপুরের যাত্রীরা নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাতে পারবেন। এবং সেখান থেকে ট্রেনও ধরতে পারবেন। ২০৩৫ সাল নাগাদ প্রতিদিন ৬৬,০০০ জন যাত্রী এই স্টেশনটি ব্যবহার করবে বলে জানিয়েছে মেট্রো। 

নবনির্মিত দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে অত্যাধুনিক যাত্রী সুবিধা রাখা হয়েছে। এই স্টেশনে ৬টি এসকেলেটর, ৩টি লিফট থাকবে। এর বাইরে ৭টি সিঁড়িও থাকবে। ১৬টি AFC গেটও বসানো হবে। থাকবে আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা। 
দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে দুটি প্ল্যাটফর্ম থাকবে। পর্যাপ্ত টিকিট কাউন্টার, বসার বেঞ্চ, প্রাথমিক চিকিৎসা কক্ষ, মহিলাদের জন্য টয়লেট, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকবে। মেট্রোর দাবি, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনটি শহরের ব্যস্ততম মেট্রো স্টেশনগুলির মধ্যে একটি হতে চলেছে।

আরও পড়ুন-এক টিকিটেই দমদম থেকে রুবি, দুই ভিন্ন রুট মেলাবে কবি সুভাষ

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement