দিনটা ছিল ১৯৮৪ সালে ২৪ অক্টোবর। কলকাতায় (Kolkata) প্রথম গড়াল মেট্রো রেলের (Metro Rail) চাকা। সেসময় এসপ্ল্যানেড থেকে ভবানীপুর বা বর্তমান নেতাজি ভবন পর্যন্ত চালু হয় পরিষেবা। তারপর ধাপে ধাপে বেড়েছে মেট্রোর যাত্রাপথ। ভূগর্ভ থেকে উঠে এসেছে মাটির ওপরে। শহরের উত্তর থেকে দক্ষিণের পাশাপাশি বর্তমানে তিলোত্তমার বুকে চালু হয়েছে ইস্ট ওয়েস্ট (East - West Metro) পরিষেবাও। সবকিছু ঠিকঠাক থাকলে আগামিদিনে কলকাতার পার্শ্ববর্তী শহরতলির সঙ্গেও গড়ে উঠতে চলেছে মেট্রো যোগাযোগ। দিনে দিনে যত ছড়িয়েছে এর শাখা প্রশাখা ততই মানুষের দৈনন্দিন পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে মেট্রো। একনজরে দেখে নেওয়া যাক মেট্রোর বর্তমান ও ভবিষ্যতের বিস্তারিত ম্যাপ।
নোয়াপাড়া - কবি সুভাষ
এই লাইনে পড়ছে নোয়াপাড়া - দমদম - বেলগাছিয়া - শ্যামবাজার - শোভাবাজার সুতানুটি - গিরিশ পার্ক - এমজি রোড - সেন্ট্রাল - চাঁদনি চক - এসপ্ল্যানেড - পার্কস্ট্রিট - ময়দান - রবীন্দ্র সদন ( এক্সাইড মোড় ) - নেতাজি ভবন (ভবানীপুর) - যতীন দাস পার্ক (হাজরা মোড়) - কালীঘাট (রাসবিহারী অ্যাভিনিউ) - রবীন্দ্র সরোবর - মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) - নেতাজি (কুঁদঘাট) - মাস্টার দা সূর্যসেন (বাঁশদ্রোণী) - গীতাঞ্জলি (নাকতলা) - কবি নজরুল (গড়িয়া বাজার ) - শহিদ ক্ষুদিরাম (ব্রিজি / ঢালাই ব্রিজ) - কবি সুভাষ ( নিউগড়িয়া) স্টেশন।
সেক্টর ফাইভ - হাওড়া ময়দান
ইস্ট ওয়েস্ট মেট্রোর আওতায় এই রুটে পড়ছে সেক্টর ফাইভ - করুণাময়ী - সেন্ট্রাল পার্ক - সিটি সেন্টার ১ - বেঙ্গল কেমিক্যাল - সল্টলেক স্টেডিয়াম - ফুলবাগান - শিয়ালদহ - এসপ্ল্যানেড - নিউ মহাকরণ - হাওড়া - হাওড়া ময়দান স্টেশন। এই রুটে এখনও পর্যন্ত সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চালু হয়েছে পরিষেবা। বাকি অংশের কাজও প্রায় শেষের পথে। হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগের জন্য গঙ্গার তলা দিয়ে যাবে মেট্রো।
নোয়াপাড়া - দক্ষিণেশ্বর
ইতিমধ্যেই এই লাইনে শুরু হয়েছে মেট্রোর ট্রায়াল রান। এই লাইনে পড়ছে নোয়া পাড়া - বরানগর - দক্ষিণেশ্বর স্টেশন।
জোকা - বিবাদী বাগ
এই লাইনে চলছে মেট্রোর কাজ। আপাতত পরিকল্পনা অনুযায়ী এই লাইনে যে স্টেশনগুলি পড়বে সেগুলি হল এসপ্ল্যানেড - পার্কস্ট্রিট -ভিক্টোরিয়া - খিদিরপুর - মোমিনপুর - মাঝেরহাট - তারাতলা - বেহালা বাজার - বেহালা চৌরাস্তা - সখের বাজার -ঠাকুর পুকুর - জোকা - আইআইএম - ডায়মন্ড পার্ক
নোয়াপাড়া - বারাসত
কাজ শুরু হয়েছে ওই লাইনেও। সম্ভাব্য স্টেশনগুলি হল নোয়াপাড়া - দমদম ক্যান্টনমেন্ট - যশোর রোড - এয়ারপোর্ট- বিরাটি - মাইকেল নগর - নিউ ব্যারাকপুর - মধ্যমগ্রাম - হৃদয়পুর - বারাসত
বরানগর - ব্যারাকপুর
এই লাইনে ভবিষ্যতে পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষের। সেক্ষেত্রে এই লাইনের সম্ভাব্য স্টেশনগুলি হল বরানগর - কামারহাটি - আগরপাড়া - সোদপুর - পানিহাটি - সুভাষনগর - খড়দহ - টাটা গেট - টিটাগড় - তালপুকুর - ব্যারাকপুর
কবি সুভাষ -সেক্টর ফাইভ
এখানেও ভবিষ্যতে চালু হতে পারে মেট্রো পরিষেবা। সেক্ষেত্রে সম্ভাব্য স্টেশেনগুলি হল কবি সুভাষ - সত্যজিৎ রায় - জ্যোতিন্দ্রনাথ নন্দী (মুকুন্দপুর) - কবি সুকান্ত (কালিকাপুর) - হেমন্ত মুখোপাধ্যায় - ভিআইপি বাজার - ঋত্বিক ঘটক (বানতলা) - বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি) - বেলিয়াঘাটা - গৌরকিশোর ঘোষ (চিংড়িহাটা) - নিক্কোপার্ক - সেক্টর ফাইভ। পরবর্তী ক্ষেত্রে এই লাইনটিকে এয়ারপোর্ট পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানা যাচ্ছে।
মেট্রো সূত্রে খবর সমস্ত প্রকল্প বাস্তবায়িত হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে উঠতে পারে এসপ্ল্যানেড ও কবি সুভাষ। এছাড়া বিশেষ গুরুত্ব পেতে পারে বরানগর, নোয়াপাড়া, পার্কস্ট্রিট, সেক্টর ফাইভ ও এয়ারপোর্ট স্টেশন।