করোনা সংক্রমণ মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন। বুধবারই জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর বেশকিছু সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যার অন্যতম পরিবহণে বিধিনিষেধ। আজ বৃহস্পতিবার থেকেই বন্ধ করা হয়েছে লোকাল ট্রেনের (Local Train) পরিষেবা। পাশাপাশি সরকারি বাস ও মেট্রোতেও (Metro Rail) ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের কথা বলা হয়েছে। তারফলে প্রাথমিক ভাবে নিত্যযাত্রীদের অসুবিধা হতে পারে বলে আশঙ্কা করা হয়। তবে এই প্রসঙ্গে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানান, গত কয়েকদিন ধরে অনেকটাই কমেছে পাতাল পথের যাত্রী সংখ্যা। ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানান, নন কোভিড টাইমে মেট্রোতে দিনে প্রায় ৬ লক্ষ যাত্রী যাতায়াত করতেন। কিন্তু গত ২-৩ দিনে সেই সংখ্যাটা ১ লক্ষ ২৫ হাজারে নেমে এসেছে। একইসঙ্গে মেট্রোর নয়া সময়সূচি হয়েছে বলেও জানা গিয়েছে। মেট্রোর নয়া সময়সূচি অনুযায়ী-
সোমবার-শুক্রবার
দৈনিক ২৩৮টির পরিবর্তে মিলবে ২১৬টি পরিষেবা। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে আপ-ডাউন মিলিয়ে ১৬১টির পরিবর্তে চলবে ১৪৯টি মেট্রো।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকাল ৭টা ২০ মিনিটের পরিবর্তে ৭টা ৩০ মিনিটে ছাড়বে।
দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৭টা ২০ মিনিটের পরিবর্তে ৭টা ৩০ মিনিটে ছাড়বে।
এদিকে কবি সুভাষ থেকে দক্ষিনেশ্বরগামী প্রথম মেট্রোও সকাল ৭টা ২০ মিনিটের পরিবর্তে ৭টা ৩০ মিনিটে ছাড়বে।
পাশাপাশি দমদম থেকে কবিসুভাষগামী প্রথম মেট্রোটিও সকাল ৭টা ২০ মিনিটের পরিবর্তে ৭টা ৩০ মিনিটে ছাড়বে।
অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত্রি ৮টা ৫৮ মিনিটের পরিবর্তে ৮টা ৪৮ মিনিটে ছাড়বে।
দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত্রি ৯টা ১০ মিনিটের পরিবর্তে ৯টায় ছাড়বে।
আর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রোটিও রাত্রি ৯টা ১০ মিনিটের পরিবর্তে ৯টায় ছাড়বে।
শনিবার
২১৮-র পরিবর্তে পরিষেবা কমে হবে ২১৬। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে আপ-ডাউন মিলিয়ে ১৫০-এর পরিবর্তে চলবে ১৪৯টি মেট্রো।
এদিনও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকাল ৭টা ২০ মিনিটের পরিবর্তে ৭টা ৩০ মিনিটে ছাড়বে।
দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৭টা ২০ মিনিটের পরিবর্তে ৭টা ৩০ মিনিটে ছাড়বে।
কবি সুভাষ থেকে দক্ষিনেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৭টা ২০ মিনিটের পরিবর্তে ৭টা ৩০ মিনিটে ছাড়বে।
এবং দমদম থেকে কবিসুভাষগামী প্রথম মেট্রোটিও সকাল ৭টা ২০ মিনিটের পরিবর্তে ৭টা ৩০ মিনিটে ছাড়বে।
শনিবারের শেষ মেট্রোর সময়সূচিও প্রথম ৫ দিনের মতোই থাকছে। সেক্ষেত্রে এদিনও -
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত্রি ৮টা ৫৮ মিনিটের পরিবর্তে ৮টা ৪৮ মিনিটে ছাড়বে।
দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত্রি ৯টা ১০ মিনিটের পরিবর্তে ৯টায় ছাড়বে।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত্রি ৯টা ১০ মিনিটের পরিবর্তে ৯টায় ছাড়বে।
রবিবার
সপ্তাহের ছুটির দিনে ১০০-র পরিবর্তে পরিষেবার সংখ্যা ৯৮। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে আপ-ডাউন মিলিয়ে ৯৮-এর পরিবর্তে ৯৬টি মেট্রো চলবে। দিনের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিই রয়েছে। অর্থাৎ রবিবার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা-তেই। আর শেষ মেট্রোর সময় সোম থেকে শনিবারের মতোই। সেক্ষেত্রে রবিবার-
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত্রি ৮টা ৫৮ মিনিটের পরিবর্তে ৮টা ৪৮ মিনিটে ছাড়বে।
দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত্রি ৯টা ১০ মিনিটের পরিবর্তে ৯টায় ছাড়বে।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত্রি ৯টা ১০ মিনিটের পরিবর্তে ৯টায় ছাড়বে।
তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সূচিতে কোনওরকম পরিবর্তন আসেনি বলেই জানা যাচ্ছে।