Advertisement

Patuli Road Accident: কিশোরীকে ধাক্কা মেরে হিঁচড়ে নিয়ে গেল সবজির ভ্যান, কলকাতায় ভয়ঙ্কর দুর্ঘটনা

সবজি বোঝাই পিক-আপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হল এক কিশোরী। ধাক্কা মারার পর গাড়ির চাকায় জড়িয়ে যায় কিশোরীর শরীর। সেই অবস্থাতেই কিশোরীকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ঘাতক গাড়ি। স্থানীয়দের তৎপরতায় আটক করা হয় ঘাতক গাড়িটি। কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার রাতে কলকাতার পাটুলি এলাকার ঘটনা। 

প্রতীকী চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jun 2024,
  • अपडेटेड 9:58 AM IST
  • সবজি বোঝাই পিক-আপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হল এক কিশোরী
  • ধাক্কা মারার পর গাড়ির চাকায় জড়িয়ে যায় কিশোরীর শরীর।
  • সেই অবস্থাতেই কিশোরীকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ঘাতক গাড়ি।

সবজি বোঝাই পিক-আপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হল এক কিশোরী। ধাক্কা মারার পর গাড়ির চাকায় জড়িয়ে যায় কিশোরীর শরীর। সেই অবস্থাতেই কিশোরীকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ঘাতক গাড়ি। স্থানীয়দের তৎপরতায় আটক করা হয় ঘাতক গাড়িটি। কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার রাতে কলকাতার পাটুলি এলাকার ঘটনা। 

স্থানীয়দের অভিযোগ, পিক-আপ ভ্যানের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। গাড়ি চালককে আটক করেছে পুলিশ। 

জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১০টার পর কামালগাজির কাছে দুর্ঘটনা ঘটে। ১৩ বছরের ওই কিশোরী টিউশন থেকে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। একটি মোড়ে সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল সে। আচমকা সিগন্যাল ভেঙে ধেয়ে আসে সবজি বোঝাই গাড়ি। ধাক্কা মারার পর কিছুটা দূর পর্যন্ত কিশোরীকে টেনে হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। ওই গাড়িতে আরও কয়েক জন ছিলেন বলে দাবি। তাঁরা পলাতক। 

স্থানীয়দের একাংশের অভিযোগ, গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটমনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। পরে পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ।

কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছ। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। 

অতীতে কলকাতায় একাধিক পথ দুর্ঘটনা ঘটেছে। যা ঘিরে তোলপাড় হয়েছে শহর। তার পরেও ফের শহরের বুকে দুর্ঘটনা ঘটনায় পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচি সত্ত্বেও কীভাবে দুর্ঘটনা ঘটছে, তা নিয়ে সরব হয়েছেন অনেকে। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement