Advertisement

Kolkata Traffic: ভোটের কলকাতায় কোন রাস্তার কী অবস্থা থাকবে? ১৪ জায়গায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ, বিস্তারিত

শনিবার লোকসভা নির্বাচনের শেষ পর্যায়ে ট্রাফিক ও নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধে ছ’‌টার পর থেকেই প্রচার শেষ হয়ে গেছে। শনিবার ভোট। কলকাতা পুলিশ জানিয়েছে, শুক্রবার, শনিবার এবং আগামী মঙ্গলবার (‌৪ জুন)‌ গণনার দিন  কলকাতার ১৪টি বড় এবং ছোট রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে ছাড়ও রয়েছে।

কলকাতায় যান নিয়ন্ত্রণ। ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 May 2024,
  • अपडेटेड 1:50 PM IST
  • শনিবার লোকসভা নির্বাচনের শেষ পর্যায়ে ট্রাফিক ও নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ নিয়েছে পুলিশ।
  • বৃহস্পতিবার সন্ধে ছ’‌টার পর থেকেই প্রচার শেষ হয়ে গেছে।

শনিবার লোকসভা নির্বাচনের শেষ পর্যায়ে ট্রাফিক ও নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধে ছ’‌টার পর থেকেই প্রচার শেষ হয়ে গেছে। শনিবার ভোট। কলকাতা পুলিশ জানিয়েছে, শুক্রবার, শনিবার এবং আগামী মঙ্গলবার (‌৪ জুন)‌ গণনার দিন  কলকাতার ১৪টি বড় এবং ছোট রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে ছাড়ও রয়েছে।

৩১ মে থেকে ১ জুন (ভোটের দিন) এবং আবার ৪ জুন (গণনার দিন) কলকাতার ১৪টি রাস্তা জুড়ে ব্যাপক যান নিয়ন্ত্রণ করবে পুলিশ। প্রয়োজনে যানচলাচল বন্ধও করে দিতে পারে পুলিশ। তালিকায় রয়েছে দক্ষিণ কলকাতার একাধিক রাস্তা, বালিগঞ্জ এবং ভবানীপুর। রাস্তাগুলির মধ্যে রয়েছে অকল্যান্ড রোড (নির্বাচন সংক্রান্ত এবং আদালতের যানবাহন ছাড়া), স্ট্র্যান্ড রোড (অকল্যান্ড রোড থেকে কিরণ শঙ্কর রায় রোড ক্রসিং), লর্ড সিনহা রোড (ভোট-সম্পর্কিত যানবাহন ছাড়া), বালিগঞ্জ সার্কুলার রোড (বালিগঞ্জ ফাঁড়ির মধ্যে) এবং গুরুসদয় রোড), রিচি রোড, বেলতলা রোড, পালিত স্ট্রিট, পদ্মপুকুর রোড, লাভলক প্লেস, চক্রবেড়িয়া রোড, ডোভার রোড, দেবদার স্ট্রিট, রাজা এস সি মল্লিক রোড এবং ডি এইচ রোড (শুধুমাত্র সেন্ট থমাস গার্লস গেট এবং ছেলেদের গেটের মধ্যে দক্ষিণ দিকে)।

একই সময়ের মধ্যে, কলকাতা জুড়ে অন্যান্য ৩০টি প্রধান রাস্তায় ভোটের কাজে যুক্ত গাড়িগুলি ছাড়া পার্কিংয়ের অনুমতি দেওয়া হবে না। তবে গাড়ি নিয়ে যাওয়া যাবে। কলকাতা ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট জানিয়েছেন, নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য এই রাস্তাগুলিতে অফিসার মোতায়েন থাকবেন। এর মধ্যে বিটি রোড (চিড়িয়া মোড় থেকে সিঁথি মোড়), বেলতলা রোড, লাভলক প্লেস (উভয় দিকে), বালিগঞ্জ সার্কুলার রোড (এএইআই থেকে ফানরি), পদ্মপুকুর রোড (শরৎ বোস রোড থেকে বালিগঞ্জ সার্কুলার রোড) অন্তর্ভুক্ত থাকবে। আর্ল স্ট্রিট, বাল্মিকি স্ট্রিট, আলিপুর রোড (লালবাটি ক্রসিং থেকে বর্ধমান রোড ক্রসিং), ডিএইচ রোড (একবালপুর ক্রসিং থেকে কিদারপুর ক্রসিং) এবং লর্ড সিনহা রোড। তবে রাস্তায় বেরিয়ে লোকজনকে সমস্যায় পড়তে হবে না। পরিচয় যাচাই করে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

পাশাপাশি, বিধাননগর কমিশনারেট জানিয়েছে, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে মোবাইল ফোন, কর্ডলেস ফোন বা অয়্যারলেস সেট আনা যাবে না। কোনও ধরনের অস্ত্র বা ভীতিকর কিছু হাতে নিয়ে ওই অংশে ঘোরাঘুরি করা যাবে না। ৫ জনের বেশি ব্যক্তি ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জমায়েত হতে পারবে না। কোনও ধরনের রাজনৈতিক দলের পতাকা, ফেস্টুন, ব্যানার, লাঠি— কিছু নিয়েই আসা যাবে না ওই অংশে। ভোট কেন্দ্রের ২০০ মিটার এলাকায় কোনও ধরনের মাইক বা প্রচারযন্ত্র ব্যবহার করা যাবে না।  কলকাতার মতো বিধাননগরেও গণনাকেন্দ্রের আশপাশে ৪ জুন যান নিয়ন্ত্রণ করা হবে। ‌
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement