Advertisement

Kolkata Transport: রাস্তায় বাস কই? লোকসভার আগেই ৩০০ নতুন বাস নামাচ্ছে রাজ্য

লোকসভা ভোটের এখনও ক'য়েকমাস বাকি। তার আগে গণ পরিষেবায় জোর দিচ্ছে কেন্দ্র-সহ সব রাজ্যের সরকার। কলকাতার রাস্তায় কমেছে বাসের সংখ্যা, অভিযোগ সাধারণ যাত্রীদের। প্রশাসন সূত্রে খবর, পরিবহণ পরিষেবায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ৩০০ নতুন বাস রাস্তায় নামানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jan 2024,
  • अपडेटेड 1:48 PM IST
  • লোকসভা ভোটের এখনও ক'য়েকমাস বাকি।
  • তার আগে গণ পরিষেবায় জোর দিচ্ছে কেন্দ্র-সহ সব রাজ্যের সরকার।

লোকসভা ভোটের এখনও ক'য়েকমাস বাকি। তার আগে গণ পরিষেবায় জোর দিচ্ছে কেন্দ্র-সহ সব রাজ্যের সরকার। কলকাতার রাস্তায় কমেছে বাসের সংখ্যা, অভিযোগ সাধারণ যাত্রীদের। প্রশাসন সূত্রে খবর, পরিবহণ পরিষেবায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ৩০০ নতুন বাস রাস্তায় নামানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর।

পরিবহণ দফতরের অধীনে থাকা বিভিন্ন নিগমে এই বড় সংখ্যায় বাস রাস্তায় নামানো হবে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের মাধ্যমে বাসগুলি রাস্তায় নামবে। রাজ্যের সব জেলায় বাস বন্টন করবে ওই তিন নিগমই। জানা গিয়েছে, চলতি মাসেই ওই বাসগুলি রাস্তায় নামবে।

কলকাতায় বেসরকারি বাস এখন কমছে। সরকারি বাসও নতুন নামানো হয়নি বলেই খবর। সেজন্য যাত্রী ভোগান্তি চলছেই। তারওপর সামনেই লোকসভা ভোট। তাই সেকথা মাথায় রেখেই পরিবহণ দফতর বড় সংখ্যায় বাস নামাচ্ছে। জানা গেছে, শীঘ্রই একটি সরকারি অনুষ্ঠান থেকে এই বিরাট সংখ্যায় বাস চালু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে পরিবহণ দফতরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।

সেইসঙ্গে বিভিন্ন সরকারি ডিপোয় পড়ে থাকা বাসগুলিকেও রাস্তায় নামানোর পরিকল্পনা নিয়েছে পরিবহণ দফতর। দীর্ঘ দিন চলাচল না করার ফলে বাসগুলিতে নানা যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল। ঠিকঠাক করে সেই বাসগুলিকে পুনরায় রাস্তায় নামাতে বিরাট অঙ্কের অর্থ খরচ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। পরিবহণ দফতর সূত্রে খবর, এই রকম প্রায় ৩৫০ বাসকে ঠিক করে রাস্তায় নামানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এই কাজে পরিবহণ দফতরের খরচ হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। যদিও এই খরচ বহন করেছে রাজ্য অর্থ দফতর।

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement