নবমীর দুপুরে হালকা বৃষ্টি হলেও দশমীতে বৃষ্টি হয়নি কলকাতায়। যদিও বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'হামুন'। এগোচ্ছে বাংলাদেশের দিকে। তবে পশ্চিমবঙ্গে প্রভাব কম পড়লেও আজও উপকূলের জেলায় বৃষ্টি চলবে। সব মিলিয়ে আজ কেমন থাকবে মহানগরের (Kolkata Weather) হাওয়া বাতাস?
গত কাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি । গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গত কাল সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। গত পরশু সকাল সাড়ে আটটা থেকে গত কাল সকাল সাড়ে আটটা পর্যন্ত ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়।
আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বা মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। আজ থেকে আকাশ পরিষ্কার থাকার পরিষ্কার থাকার কথা।