Advertisement

Kunal Vs Minakshi: 'মুসলিম, দাড়ি, বোতল...', ফিরহাদের 'বিকৃত ছবি' ঘিরে কুণাল Vs মীনাক্ষী

কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন,'ছিঃ মীনাক্ষী। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সিপিএমের রাজনৈতিক শত্রু হতে পারেন। কিন্তু তার ছবি বিকৃত করতে গিয়ে দাড়ি, বোতল, মুসলিম সমাজ, মসজিদের ছবি এনে অসম্মান, কুরুচির এই প্রতিফলন ধিক্কারযোগ্য'।

কুণাল ঘোষ বনাম মীনাক্ষী মুখোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Oct 2024,
  • अपडेटेड 3:05 PM IST
  • মীনাক্ষীর নামে ফেসবুক পেজ থেকে ছবি পোস্ট।
  • ফিরহাদ হাকিমের আপত্তিকর ছবি।
  • পেজটি তাঁর নয় বলে দাবি মীনাক্ষীর।

ফিরহাদ হাকিমের একটি এআই ছবি! তা নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি। যুযুধান সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ও তৃণমূলের নেতা কুণাল ঘোষ। কুণালের অভিযোগ, মীনাক্ষীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে কলকাতার মেয়র ফিরহাদের ছবি বিকৃত করা হয়েছে। মীনাক্ষীর বক্তব্য, ওই অ্যাকাউন্টের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তাঁর ছবি দিয়ে চালানো হচ্ছে। 

কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে মীনাক্ষীর নামাঙ্কিত একটি ফেসবুক পেজের স্ক্রিনশট দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে, ফিরহাদ হাকিমের লম্বা দাড়ি। হাতে বোতল। মাথায় টুপি। পিছনে ঝড় উঠেছে। মুসলিমরা দৌড়চ্ছেন। সেই সঙ্গে একটি মসজিদও রয়েছে। এই ছবিটি সাম্প্রদায়িক বলে তোপ দেগেছেন তৃণমূল নেতা। কী বলছেন মীনাক্ষী মুখোপাধ্যায়?      

কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন,'ছিঃ মীনাক্ষী। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সিপিএমের রাজনৈতিক শত্রু হতে পারেন। কিন্তু তার ছবি বিকৃত করতে গিয়ে দাড়ি, বোতল, মুসলিম সমাজ, মসজিদের ছবি এনে অসম্মান, কুরুচির এই প্রতিফলন ধিক্কারযোগ্য। এই পোস্ট অবিলম্বে ডিলিট করে ক্ষমা চাওয়া উচিত। রাজনীতিতে পেরে না উঠলেই এমন বিকৃতি আসে। এই প্ররোচনামূলকভাবে কোনো ধর্মকে অপমান করা ঘোরতর অন্যায়। তবে, সিপিএম তো, এরকমই মানসিকতা স্বাভাবিক'। (বানান ও বাক্যগঠন অসম্পাদিত)

ওই অ্যাকাউন্টটি তাঁর নয় বলে দাবি করেছেন মীনাক্ষী। তিনি লিখেছেন,'ফেসবুকে মীনাক্ষী মুখার্জি অফিসিয়াল এবং এক্স হ্যান্ডেলে মীনাক্ষী মুখার্জি ছাড়া আমার আর কোনও সোশ্যাল অ্যাকাউন্ট নেই। এর বাইরে আমার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার) থাকতে পারে। এই সমস্ত অ্যাকাউন্ট যাঁরা পরিচালনা করছেন, তাঁদের পোস্ট সম্পর্কে আমি অবগত নই'।

কুণাল ঘোষের এক্স হ্যান্ডেল পোস্টেই প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। তাঁরা বলছেন, জেনেশুনে মীনাক্ষীকে বদনাম করার চেষ্টা করছেন কুণাল। ভুয়ো পেজের ছবি ছড়িয়ে মিথ্যা ছড়াচ্ছেন।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement