Advertisement

আজ থেকে মেট্রোয় বিশেষ সুবিধা, সুযোগ পাবেন মহিলা ও অনূর্ধ্ব ১৫রা

মেট্রোয় (Kolkata Metro) আজ থেকে বিশেষ সুবিধা মহিলা ও ১৫ বছরের নিচের যাত্রীদের জন্য। এবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ই পাস (E Pass) ছাড়াই মেট্রোয় যাতায়াত করতে পারবেন মহিলা ও ১৫ বছরের নিচের যাত্রীরা। এই সময় স্মার্ট কার্ড (Smart Card) ব্যবহার করতে পারবেন তাঁরা। তবে ১৫ বছরের নিচের যাত্রীদের স্কুলের পরিচয় পত্র বা যে কোনও বয়সের প্রমাণ পত্র সঙ্গে রাখতে হবে। বৃহস্পতিবার মেট্রোর তরফে এই কথা জানানো হয়।  এর আগে সিনিয়র সিটিজেনদের জন্য এই ব্যবস্থা চালু হয়েছিল। এবার আরও এক ধাপ এগলো মেট্রো। এর ফলে ওই সমস্ত যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।

প্রতীকী ছবি
প্রীতম ব্যানার্জী
  • কলকাতা,
  • 20 Nov 2020,
  • अपडेटेड 9:07 AM IST
  • আজ থেকে মেট্রোয় নয়া সুবিধা
  • ই পাস ছাড়াই যাতায়াতের সুযোগ
  • দিনের নির্দিষ্ট সময় সুযোগ পাবেন মহিলা ও অনূর্ধ্ব ১৫রা

মেট্রোয় (Kolkata Metro) আজ থেকে বিশেষ সুবিধা মহিলা ও ১৫ বছরের নিচের যাত্রীদের জন্য। এবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ই পাস (E Pass) ছাড়াই মেট্রোয় যাতায়াত করতে পারবেন মহিলা ও ১৫ বছরের নিচের যাত্রীরা। এই সময় স্মার্ট কার্ড (Smart Card) ব্যবহার করতে পারবেন তাঁরা। তবে ১৫ বছরের নিচের যাত্রীদের স্কুলের পরিচয় পত্র বা যে কোনও বয়সের প্রমাণ পত্র সঙ্গে রাখতে হবে। বৃহস্পতিবার মেট্রোর তরফে এই কথা জানানো হয়।  এর আগে সিনিয়র সিটিজেনদের জন্য এই ব্যবস্থা চালু হয়েছিল। এবার আরও এক ধাপ এগলো মেট্রো। এর ফলে ওই সমস্ত যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।

দীর্ঘ লকডাউনের পর কিছুদিন আগে ফের শুরু হয়েছে মেট্রো পরিষেবা। উত্তর দক্ষিণের পাশাপাশি চালু হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোও। যাত্রীদের প্রয়োজনে বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যা। বর্তমানে মেট্রো চলছে ১৯০টি। একইভাবে মেট্রো প্রতি যাত্রীর সংখ্যা ৪০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৫৬০। তবে করোনা পরিস্থিতিতে যাতে কোনওভাবেই সংক্রমণ না ছাড়ায় সেজন্য প্রথম থেকেই কড়া হাতে ব্যবস্থা নিয়ে মেট্রো কর্তৃপক্ষ। নিয়ে আসা হয়েছে ই পাসের ব্যবস্থা। আর এবার সিনিয়র সিটিজেনদের পাশাপাশি মহিলা ও ১৫ বছরের নিচের যাত্রীদের জন্যও দিনের নির্দিষ্ট সময় ই পাস ছাড়া যাতায়াতের সুযোগ দিল মেট্রো। 

যাত্রী পরিষেবার নিত্যনতুন ব্যবস্থা আনার পাশাপাশি জোরকদমে চলছে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজও। দিন কয়েক আগেই নিরবচ্ছিন্ন ভাবে ১৫০০ কিউবিক মিটার কংক্রিটের মাইল ফলক ছুয়ে ফেলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সম্প্রতি বিমানবন্দর মেট্রো স্টেশনের ওপরের স্ল্যাবের এই কাজ শেষ করা হয়েছে। একটানা ২৫ ঘণ্টা ধরে চলে এই কাজ। স্ল্যাবটি লম্বায় ৩৬.৩ মিটার, চওড়ায় ৪০ মিটার এবং গভীরতা ১ মিটার। অন্যদিকে ইতিমধ্য়েই শেষ হয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের নির্মাণ কাজ। শেষ হয়েছে বরানগর মেট্রো স্টেশনের সাজানোর কাজও। মেট্রো সূত্রে খবর সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়িই চালু হতে পারে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে মেট্রো স্টেশনটি। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement