Advertisement

Sandeshkhali Attempt Rape FIR: অন্ধকারে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা সন্দেশখালিতে, তৃণমূল নেতাদের বিরুদ্ধে FIR

নতুন করে অশান্ত হচ্ছে সন্দেশখালি। এবার রাতের অন্ধকারে এক মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল। ওই মহিলার অভিযোগ, 'রাতে বাড়ির বাইরে কুকুরের ডাক শুনে বাইরে বের হই। তখনই কে যেন পিছন থেকে মুখ চেপে ধরে। জোর করে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। গ্রামের মাঠে অনেকগুলো কুকুর ছিল। তারা চিৎকার শুরু করতেই ওরা পালিয়ে যায়।'

সন্দেশখালিতে ধর্ষণের চেষ্টার অভিযোগ। প্রতিনিধিত্বমূলক ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2024,
  • अपडेटेड 2:53 PM IST
  • নতুন করে অশান্ত হচ্ছে সন্দেশখালি।
  • এবার রাতের অন্ধকারে এক মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল।

নতুন করে অশান্ত হচ্ছে সন্দেশখালি। এবার রাতের অন্ধকারে এক মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল। ওই মহিলার অভিযোগ, 'রাতে বাড়ির বাইরে কুকুরের ডাক শুনে বাইরে বের হই। তখনই কে যেন পিছন থেকে মুখ চেপে ধরে। জোর করে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। গ্রামের মাঠে অনেকগুলো কুকুর ছিল। তারা চিৎকার শুরু করতেই ওরা পালিয়ে যায়।'

ঘটনায় এফআইআর রুজু করে তদন্তে নামল পুলিশ। মহিলা অভিযোগপত্রে নাম নিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিক-সহ মোট পাঁচ জনের। গত রাতেই থানায় অভিযোগ দায়ের হয়। বৃহস্পতিবার সকালে সেই অভিযোগকে এফআইআর হিসাবে গণ্য করার খবর পাওয়া যায়। জানা গিয়েছে, এফআইআরে নাম রয়েছে তৃণমূল নেতা দিলীপ, তাঁর সঙ্গী সৈকত দাসদের।

জানা গেছে, মহিলার স্বামী সিভিক ভলান্টিয়ারের কাজ করেন। অভিযোগ, মহিলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকেন। ধস্তাধস্তিতে তিনি পাশের পুকুরে পড়ে যান। মহিলার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। মহিলার দাবি, তখন পালায় দুষ্কৃতীরা। স্থানীয়েরা মহিলাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। রাতেই সন্দেশখালি থানায় অভিযোগ জানান মহিলা। সকালে সেই অভিযোগকে এফআইআর হিসাবে নথিভুক্ত করে তদন্ত শুরু হয়। বৃহস্পতিবার সকালে ওই মহিলাকে সন্দেশখালি থানায় নিয়ে আসে পুলিশ। তাঁর বয়ান রেকর্ড করা হয়। এর পর তাঁকে বসিরহাটে নিয়ে যাওয়া হয়। সেখানে মহিলার ডাক্তারি পরীক্ষা হওয়ার কথা। বসিরহাট মহকুমা আদালতে তাঁর গোপন জবানবন্দিও নেওয়া হবে বলে জানা গিয়েছে।

বিষয়টিতে বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির বাসিন্দা রেখা পাত্র সংবাদমাধ্যমকে বলেন, 'শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে ঠিকই, কিন্তু শাহজাহান বলেছিল, সন্দেশখালিতে প্রচুর শেখ শাহজাহান তৈরি আছে। এবং সেটাই ঠিক। এরা আজ আমাদের মা-বোনেদের উপর অত্যাচার করছে। ওই মহিলার কপাল ভাল যে, চিৎকার-চেঁচামেচিতে গ্রামের লোক ছুটে আসে এবং দুষ্কৃতীরা পালায়।'

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement