Advertisement

Mahua Moitra: 'যত চাপ দেবে, তত ভোট বাড়বে', এজেন্সির 'সক্রিয়তা' নিয়ে বললেন মহুয়া

কৃষ্ণনগর কেন্দ্র থেকে মহুয়া মৈত্রকে দ্বিতীয় বার প্রার্থী করার পরেও ‘টাকা নিয়ে প্রশ্ন’ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছে তাঁকে। কলকাতার বাসভবনেও হানা দিয়েছেন গোয়েন্দারা। রবিবার ধুবুলিয়ায় সভা শেষে মহুয়া বললেন, ‘‘দেশের মানুষ দেখছে, কৃষ্ণনগরের মানুষ দেখছে। যত পেছনে লেগেছে, ভোট বেড়েছে।’’

ধুবুলিয়ায় প্রচারে মহুয়া মৈত্র। ছবি-পিটিআই
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Mar 2024,
  • अपडेटेड 7:59 PM IST
  • কৃষ্ণনগর কেন্দ্র থেকে মহুয়া মৈত্রকে দ্বিতীয় বার প্রার্থী করার পরেও ‘টাকা নিয়ে প্রশ্ন’ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছে তাঁকে।
  • কলকাতার বাসভবনেও হানা দিয়েছেন গোয়েন্দারা। রবিবার ধুবুলিয়ায় সভা শেষে মহুয়া বললেন, ‘‘দেশের মানুষ দেখছে, কৃষ্ণনগরের মানুষ দেখছে। যত পেছনে লেগেছে, ভোট বেড়েছে।’’

কৃষ্ণনগর কেন্দ্র থেকে মহুয়া মৈত্রকে দ্বিতীয় বার প্রার্থী করার পরেও ‘টাকা নিয়ে প্রশ্ন’ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছে তাঁকে। কলকাতার বাসভবনেও হানা দিয়েছেন গোয়েন্দারা। রবিবার ধুবুলিয়ায় সভা শেষে মহুয়া বললেন, ‘‘দেশের মানুষ দেখছে, কৃষ্ণনগরের মানুষ দেখছে। যত পেছনে লেগেছে, ভোট বেড়েছে।’’

রবিবার মহুয়ার সমর্থনে নদিয়ার ধুবুলিয়ায় সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দলের প্রার্থী এবং নেতাদের বলে দেন, ইডি-সিবিআই তলব করলে তাদের যেন জানিয়ে দেন যে ভোটের পর দেখা করবেন। মমতার দাবি, ভোটের সময় এ সব করা যায় না। পাশাপাশি, সংসদ থেকে মহুয়ার বহিষ্কার নিয়েও বিজেপিকে নিশানা করেছেন তিনি। 

ভোটের দিনক্ষণ ঘোষণার পরেও গত শনিবার মহুয়ার তিনটি ঠিকানা— কলকাতা কৃষ্ণনগর ও করিমপুরে একযোগে তল্লাশি চালিয়েছে ইডি। আবার ইডি। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল গত ২৮ মার্চ। যদিও ইডির ডাকে সাড়া না দিয়ে নিজের কেন্দ্রে প্রচারে ব্যস্ত থেকেছেন মহুয়া।

আত্মবিশ্বাসী মহুয়া এও জানিয়েছেন, এটা বিজেপি-র হারা সিট। বিজেপি থেকে যেই এসেছেন ধরাশায়ী হয়েছে। কল্যাণ চৌবে গতবার দাঁড়িয়েছিলেন। কিন্তু হেরে যান। কৃষ্ণনগরের প্রার্থীর বক্তব্য, এজেন্সি চাপ বাড়ালে, তাঁর মার্জিনও বাড়বে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement