পেট্রোল ডিজেল ইস্যুতে ফের একবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, "পেট্রোল-ডিজেল-গ্যাসের দাম বেড়েছে। জ্বালানি থেকে ৪ লক্ষ কোটি টাকার ওপরে তুলেছে কেন্দ্রীয় সরকার। নিজেদের যে রাজ্যে ক্ষমতায় আছে, হাজার হাজার কোটি টাকা দিচ্ছে। আমাদের তো দেয়ই না। আমাদের টিকাই দেয় না, তো টাকা দেবে! আমরাও ১ টাকা করে ডিজেলে ছাড় দিই।"
প্রসঙ্গত, কিছুদিন আগেই শুল্ক কমিয়ে পেট্রোল-ডিজেলের দাম হ্রাস করেছে কেন্দ্রে (Petrol Diesel Price Cut)। পেট্রোল লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেল লিটার প্রতি ১০ টাকা কমানো হয়েছে। আর কেন্দ্র দাম কমানের পরেই বিজেপি শাসিত অসম, বিহার, গোয়া, কর্ণাটক, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিও VAT কমিয়ে জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
অন্যান্য রাজ্যগুলি পেট্রোল-ডিজেলের দাম কমানোর পরেই বাংলাতেও VAT কমিয়ে জ্বালানির মূল্য হ্রাস করার দাবি তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সোমবার এই দাবিতে মিছিলেরও আয়োজন করে গেরুয়া শিবির। পুলিশের অনুমতি ছাড়াই করা হয় মিছিলের আয়োজন। যদিও দলীয় দফতরের কাছেই মিছিল আটকে দেয় পুলিশ।
এরপরেই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রাজ্য সরকারকে দাম কমাতে বাধ্য করা হবে বলেও এদিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। পাশাপাশি আগামিকাল রাজ্যের সমস্ত পেট্রোলপাম্পে গ্রাহকদের এই বিষয়ে সচেতন করা হবে বলেও জানান বিজেপির রাজ্য সভাপতি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "এই কর্মসূচি আগে থেকেই ঠিক ছিল। গোটা কলকাতার পুলিশকে নামিয়ে আনা হয়েছে। তবে এভাবে গেরুয়া শিবিরকে আটকানো যাবো না। আমরা বাম-কংগ্রেস নই। অন্যায়ের সঙ্গে আপোষ করব না।"