Advertisement

21 July Mamata Banerjee: উত্তরবঙ্গে ভালো ফল হয়নি, ২৬-এ মালদার আম ও আমসত্ত্ব দুটোই পাব : মমতা

21 July Mamata Banerjee: একুশের মঞ্চ থেকেই দলের নেতাদের সতর্ক করে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মঞ্চে উঠেই দলের কর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানান মমতা। সূত্রের খবর, দলের একাংশ বড়-মেজ-ছোট নেতার আচরণে তিনি মোটেও খুশি নন। মমতা বলেন, 'আমরা মানুষের সামাজিক বন্ধু হব। আমি বিবেকবান চাই, বিত্তবান চাইনা।

উত্তরবঙ্গে ভালো ফল হয়নি, ২৬-এ মালদার আম ও আমসত্ব দুটোই পাব : মমতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jul 2024,
  • अपडेटेड 4:29 PM IST

21 July sahid diwas Mamata Banerjee: 'উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। আমি আশাকারি আগামীদিনে উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন। মালদার আম-আমসত্ত্ব ২০২৬-এ আমরা পাবই। আমার বিশ্বাস রয়েছে। কোচবিহারের মানুষকে ধন্যবাদ। রায়গঞ্জের মানুষকেও আমাদের ধন্যবাদ। বরাহনগরের উপনির্বাচনেও আমাদের জিতিয়েছেন।'

রবিবার ধর্মতলায় (Dharmatala) ২১ জুলাই (21 July) শহিদ দিবসের মঞ্চ (Sahid Diwas) থেকে এমনই দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, উত্তরবঙ্গে তৃণমূলের খুব ভালো ফল হয়নি। তবে কোচবিহার, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মালদা লোকসভা নির্বাচনে খারাপ ফলে মর্মাহত তৃণমূলনেত্রীর আক্ষেপ, "আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়তো আমাদেরই দুর্ভাগ্য। একটা সিট বিজেপিকে, একটা কংগ্রেসকে। ওরা কোনওদিন কিছু করেছে আপনাদের জন্য। তাও ভুল বুঝিনি আমি। আমি বিশ্বাস করি, ২০২৬-এ মালদার আম-আমসত্ত্ব আমরা পাবই।"

শহিদ মঞ্চ থেকে দুর্নীতি প্রসঙ্গে মমতা বলেন, ‘আমরা দুর্নীতির কাছে মাথা নত করব না। এটা আজকে শপথ নিন। আমরা লড়াই করব।’ তাঁর সতর্কবাণী, কেউ যেন আপনাকে লোভী বানাতে না পারে। আমাদের শপথ নিতে হবে, দুর্নীতির সঙ্গে কোনও আপোষ নয়। যাঁরা নির্বাচিত হয়ে মানুষের সেবা করবেন না, তাঁদের  সঙ্গে কোনও সম্পর্ক রাখব না।’

মমতার পাশাপাশি এদিন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া (Jagadish Chandra Barma Basunia)ও তদিদির সুরেই বলেন, ‘কোচবিহারের রাজবংশী মানুষ, আদিবাসী মানুষ দেখিয়ে দিয়েছে বিজেপির কথায় গলব না। তবে কোচবিহার জিতলে উত্তরবঙ্গে লড়াই শেষ হবে না। কোচবিহার থেকে মালদায় যতদিন না জোড়া ফুল ফুটবে, ততদিন আমাদের লড়াই চলবে।’ একইসঙ্গে এদিন চব্বিশের মঞ্চ থেকে ছাব্বিশে উত্তরে জোড়াফুল ফোটানোর ডাক দিয়েছেন জগদীশ।

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement