Advertisement

Mamata Banerjee In Assembly : 'আন্দোলনের আ জানে না', বিরোধী শূন্য বিধানসভায় BJP-কে টার্গেট মমতার

রাজ্যের বেশকিছু কর্মসূচির সাফল্যের কথাও বিধানসভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম পূরণ করেছি। আদিবাসী মহিলাদের মাসে ১ হাজার টাকা এবং সাধারণ মহিলাদের মাসে ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ৮ কোটি টিকাকরণ করা হয়েছে। দরকার মোট ১৪ কোটি।' একইসঙ্গে আগামী ১৬ নভেম্বর থেকে দুয়ারে রেশন প্রকল্প শুরু হবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 

মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Nov 2021,
  • अपडेटेड 1:13 PM IST
  • নাম না করে বিজেপিকে তোপ মমতার
  • ১৬ নভেম্বর শুরু দুয়ারে রেশন
  • দেউচা-পাচামিতে শুরু হবে উত্তোলন

বিরোধী শূন্য বিধানসভায় নাম না করে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়। পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে বিজেপিকে বেঁধেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখার সময় নাম না করে কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, 'যে ৪ লক্ষ কোটি টাকা তোলা হয়েছে তা রাজ্যগুলির মধ্যে ভাগ করে দেওয়া হোক। টিকাও দেয় না, টাকাও দেয় না। এখন আবার আন্দোলনে নেমেছে। আন্দোলনের আ জানে না, আন্দোলন করছে।'

রাজ্যের প্রকল্পের খতিয়ান

এদিন রাজ্যের বেশকিছু কর্মসূচির সাফল্যের কথাও বিধানসভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম পূরণ করেছি। আদিবাসী মহিলাদের মাসে ১ হাজার টাকা এবং সাধারণ মহিলাদের মাসে ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ৮ কোটি টিকাকরণ করা হয়েছে। দরকার মোট ১৪ কোটি।' একইসঙ্গে আগামী ১৬ নভেম্বর থেকে দুয়ারে রেশন প্রকল্প শুরু হবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 

বড় বিনিয়োগ সরকারের

অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'দেউচা-পাচামিতে ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রাজ্য সরকার। যাঁরা সেখানে জমি দেবেন তাঁদের জন্য থাকবে বিশেষ প্যাকেজ। সেই প্যাকেজের মোট মূল্য ১০ হাজার কোটি টাকা। জমিদাতারা বিঘাপ্রতি ১০-১৩ লক্ষ টাকা পাবেন। তাছাড়া পাবেন বাড়ি। এছাড়াও পরিবারের ১ জনকে চাকরি দেওয়া হবে।' ওই প্রকল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মোট ১ লক্ষ কর্মসংস্থান হবে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement