Advertisement

West Bengal Scheme : ২ লাখ জনকে ৫ লাখ টাকা দেবে রাজ্য সরকার, আবেদন শুরু; কারা পাবেন?

পশ্চিমবঙ্গ সরকারের বড়সড় পদক্ষেপ। বেকার যুবক-যুবতীদের ৫ লাখ টাকা করে দেবে রাজ্য সরকার। বছরে ২ লাখ যুবক-যুবতীকে এই টাকা দেওয়া হবে। লক্ষ্য তাঁদের স্বনির্ভর করা। তবে এর সময়সীমা সীমিত। ২ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে এর উদ্যোগ নেওয়া হয়েছে। যা চলবে চলতি মাসের ১০ তারিখ পর্যন্ত।

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Nov 2023,
  • अपडेटेड 2:33 PM IST
  • পশ্চিমবঙ্গ সরকারের বড়সড় পদক্ষেপ
  • বেকার যুবক-যুবতীদের ৫ লাখ টাকা করে দেবে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গ সরকারের বড়সড় পদক্ষেপ। বেকার যুবক-যুবতীদের ৫ লাখ টাকা করে দেবে রাজ্য সরকার। বছরে ২ লাখ যুবক-যুবতীকে এই টাকা দেওয়া হবে। লক্ষ্য তাঁদের স্বনির্ভর করা। তবে এর সময়সীমা সীমিত। ২ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে এর উদ্যোগ নেওয়া হয়েছে। যা চলবে চলতি মাসের ১০ তারিখ পর্যন্ত। 

রাজ্য সরকারের তরফে জারি করা বিজ্ঞাপনে জানানো হয়েছে, প্রতি বছর ২ লাখ জনকে দেওয়া হবে এই টাকা। ৫ বছরে আর্থিক সাহায্য করা হবে ১০ লাখ টাকা। আবার কেউ যদি একটি প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে ৫ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। এই টাকা পাওয়ার জন্য কোনও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। মাত্র ১৮ বছর বয়স হলেই এর জন্য আবেদন করা যাবে। 

নবান্ন সূত্রে খবর,বেকারদের স্বনির্ভর করার লক্ষ্যে বা কর্মসংস্থানের জন্য সরকারকে এভাবেই পাশে পাবেন রাজ্যের যুবক-যুবতীরা। বিভিন্ন রকম কাজের জন্যে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাবসা করতে পারবেন। তার গ্যারেন্টার হবে রাজ্য সরকার। 

কী এই প্রকল্প ও কারা পাবেন ? 

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ভারতীয় নাগরিক হতে হবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গে থাকতে হবে কমপক্ষে ১০ বছর। এই ৫ লাখ টাকা পাওয়ার জন্য কোনও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। শুধু বয়স হতে হবে ১৮ থেকে ৫৫-এর মধ্যে। যারা কর্মসাথী প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু কাজ হয়নি তাঁরাও এই প্রকল্পর আওতায় রয়েছেন। তাঁরাও আবেদন করতে পারবেন। 

 এছাড়াও,  রাজ্য সরকার সর্বোচ্চ ২৫ হাজার টাকা মার্জিন মানি দেবে। ‘ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট ফর স্মল অ্যান্ড মাইক্রো এন্টারপ্রাইজ়’ বাকি ৮৫%-এর নিশ্চয়তা দিচ্ছে সরকারই। 

এই প্রকল্পের জন্য এসডিও অফিস, বিডিও অফিস বা জেলার শিল্পকেন্দ্রে যোগাযোগ করা যাবে। সেখানেই অফলাইনে আবেদন করা যাবে। তবে একটি পরিবারের একজন সদস্যই এর জন্য আবেদন করতে পারবেন। 

Advertisement

শুধু তাই নয়, আপনি অনলাইনেও আবেদন করতে পারবেন। https://bccs.wb.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। 

অনলাইনে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.bccs.wb.gov.in-এ যেতে হবে। সেখানে  হোমপেজের উপরের “Apply” বোতামে ক্লিক করুন। আবার “Apply” বোতামে ক্লিক করুন। এরপর, একটি ব্যবহারকারী নিবন্ধন ইনপুট ফর্ম প্রদর্শিত হবে। সেখানে “Click Here To Register” এ ক্লিক করুন। এরপরে, আপনাকে নাম, ইমেল আইডি, মোবাইল নম্বরের মতো নানা তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে নিজের নাম। 

ফর্ম পূরণ করার জন্য নিজের নাম, পিতা/মাতার নাম,জন্ম তারিখ,লিঙ্গ,যোগাযোগ এবং প্রকল্প অবস্থানের জন্য সম্পূর্ণ ঠিকানা,শিক্ষাগত যোগ্যতা,আবেদনকারী বিভাগ,প্রকল্পের নাম,প্রকল্পের খরচ, কো-অপারেটিভ ব্যাংকের নাম ও ঠিকানা দিতে হবে। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement