Advertisement

Aadhar Card : 'আধার কার্ডে বিশ্বাস করি না, কোন অধিকারে বাতিল?', একুশের মঞ্চে বললেন মমতা

আধার কার্ড নিয়ে ফের সরব হলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, আধার কার্ড বাতিল করা হয়েছে মতুয়াদের অনেকে। কোন অধিকারে তা করা হল? সেই প্রশ্নও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

mamata Banerjee
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Feb 2024,
  • अपडेटेड 6:26 PM IST
  • আধার কার্ড নিয়ে ফের সরব হলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • তাঁর অভিযোগ, আধার কার্ড বাতিল করা হয়েছে মতুয়াদের অনেকে

আধার কার্ড নিয়ে ফের সরব হলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, আধার কার্ড বাতিল করা হয়েছে মতুয়াদের অনেকে। কোন অধিকারে তা করা হল? সেই প্রশ্নও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন ভাষা দিবসের মঞ্চ থেকে ভাষা শহিদদের সম্মান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যের ভাষাকে সম্মান করার কথাও বলেন তিনি। তারপরই আধার কার্ডের প্রসঙ্গ তোলেন। মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা আধার কার্ডে বিশ্বাস করি না। আধার কার্ড নিয়ে চক্রান্ত হয়েছে। তা আমরা রুখে দিয়েছি। বাংলা বলেই এটা সম্ভব হয়েছে। সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে বাঙালির চেতনা জাগ্রত হয়। আমাদের সিদ্ধান্ত নিতে এক সেকেন্ড লাগে।' 

এরপর এনআরসির প্রসঙ্গও তোলেন তিনি। দাবি করেন, এদের পরিকল্পনা হল NRC-র। 'সমস্ত মতুয়াদের আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। কোন অধিকারে? একজন মানুষ জানলই না। আর এভাবে কার্ড কেন নিষ্ক্রিয় করা হল? একটা লোক জানতেই পারল না তাঁর কী অপরাধ। মানে নামটা আমি কাটলাম, তারপরে তাকে ফরেনার করে দিলাম।  এরপর ৫ বছর বাদে তাকে শুনতে হবে সে ফরেনার ফরেনার ফরেনার। এটা রাজনীতির খেলা। আমি ভোটের অঙ্কে বিশ্বাস করি না। আমি মানুষের অধিকারে বিশ্বাস করি।' 

প্রসঙ্গত, এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন আধার নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে অনেকের। সেজন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে গ্রিভান্স পোর্টাল চালু করা হয়েছে মঙ্গলবার ৷ আবার আধার সমস্যার সমাধান হোয়াটসঅ্য়াপে হবে বলেও জানিয়েছে রাজ্য।  

আধার নিষ্ক্রিয়করণের অভিযোগ জানানোর জন্য 9088885544 নম্বর-সহ একটি হোয়াটসঅ্যাপ চ্যাটবট চালু করেছে নবান্ন। ওই নম্বরে আধার বাতিল সংক্রান্ত সমস্যার কথা জানালেই সমাধান হবে দ্রুত। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement